
অনলাইন ডেস্ক :- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২৮ ডিসেম্বর) গুলশানে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ তথ্য নিশ্চিত করেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরেছেন। প্রথমবারের মতো চেয়ারপারসনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। এর আগে এই অফিসের সঙ্গে ভার্চুয়ালি দীর্ঘদিন সংযুক্ত ছিলেন, ফলে এখানকার পরিবেশ সম্পর্কে জানা আছে মোটামুটি।
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক আরও বলেন, বগুড়া-৬ আসন থেকে তিনি নির্বাচন করছেন। কীভাবে সেই আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া হবে তিনি নির্দেশনা দিয়েছেন। তিনি ঢাকা-১৭ থেকেও নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। এই নির্বাচন পরিচালনার জন্য আব্দুস সালামকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়েছেন।
তিনি এখনো কাজ করছেন দলের। আরও কিছু হয়তো সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন আছে। কিছু আলোচনা হয়েছে। এছাড়া উনি সাংগঠনিক কিছু নির্দেশনা দিয়েছেন।
ঢাকার বাইরে শিগগিরই তারেক রহমান কোনো কর্মসূচি করবেন কি-না, এমন প্রশ্নের জবাবে পাভেল বলেন, এখনো সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা হয়নি। তবে আগাম ধারণা দিতে পারি। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের কবর জিয়ারত করতে চান। পাশাপাশি আরও কিছু কার্যক্রম আছে। মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের সাথে আনুষ্ঠানিকভাবে হয়তো মতবিনিময়ের সুযোগ হবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আমাদের আসন বণ্টনের কার্যক্রম শেষ হয়েছে। আগামীকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। উনি (তারেক রহমান) দুটি আসন বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করছেন।



