
অনলাইন ডেস্ক ;_ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে ৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোক ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। একইসাথে আগামীকাল বুধবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগামীকাল বুধবার বাদ জোহর সংসদ ভবনে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে বেগম খালেদা জিয়াকে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামীকাল দাফনের আগে পর্যন্ত খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতালে রাখা হবে।



