শিরোনাম
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মহাকালের সমাপ্তি ঘটিয়ে না ফেরার দেশে চলে গেলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক বেগম খালেদা জিয়ার জানাজা-দাফনের বিষয়ে সরকার থেকে জানানো হবে: মির্জা ফখরুল বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফ্রান্সের শোক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের গভীর শোক বুধবার বাদ জোহর বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা, শহীদ জিয়ার সমাধির পাশে দাফন স্বামীর পাশেই শেষ শয্যা, চলছে বেগম খালেদা জিয়ার কবরের মাপজোখ বেগম খালেদা জিয়ার প্রয়াণ, আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ: প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার প্রয়াণ, স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতে গুলশানের কার্যালয়ে তারেক রহমান

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

Chif Editor

অনলাইন ডেস্ক :- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তার মৃত্যুর খবরে এ শোক প্রকাশ করেন তিনি।

শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্টায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে আমি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করার আহ্বান জানাচ্ছি।

Leave a Reply