
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে থ্রী হুইলার(পাগলু) মালিক সমিতি ও শ্রমিকদের যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে গতকাল ৩১ ডিসেম্বর বুধবার বাদ এশা শহরের আর্টগ্যালারীর মোড়ের থ্রী হুইলার স্ট্যান্ডে ঠাকুরগাঁও জেলা থ্রি হুইলার মালিক ও শ্রমিকদের যৌথ উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, থ্রী হুইলার মালিক সমিতির মাসুদ রানা, ওয়ার্ড যুবদল নেতা রফিকুল ইসলাম, শ্রমিক নেতা মোঃ আলমসহ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। পরে ঠাকুরগাঁও জেলা মডেল মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন। মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও দেশের সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।


