শিরোনাম
ময়মনসিংহে তর্কের ঘটনায় ব্যবসায়ী আনোয়ারকে রক্তাক্ত জখম করে দোকানে তালা! নওগাঁয় নতুন বছরের প্রথম দিনে সাংবাদিকদের বৃক্ষরোপন নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনালে যানজট নিরসনে সরেজমিনে পুলিশ সুপার সেনাবাহিনীর যৌথ অভিযানে মাগুরা সদর উপজেলার তাঁতীপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার আবেগঘন বিদায় : কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলামের কর্মজীবনের সমাপ্তি ঘন কুয়াশায় ঠাকুরগাঁওয়ে বাস-লরির সংঘর্ষ, আহত ৭ পাবনার ভাঙ্গুড়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত পাবনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি সহ আটক ৪ জন রাণীশংকৈলে এলজিইডির রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী, কাজ বন্ধ করে দিল এলাকাবাসী পদত্যাগের পরদিনই সায়েদুর রহমানকে একই পদে নিয়োগ

বেগম খালেদা জিয়ার জানাজায় কত সংখ্যক মানুষ অংশ নিয়েছেন?

Chif Editor

অনলাইন ডেস্ক :- সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীতে বিপুল জনসমাগমের দৃশ্য দেখা গেছে। সংসদ ভবন এলাকা ছাড়িয়ে কারওয়ান বাজার থেকে শিশুমেলা পর্যন্ত বিস্তৃত ছিল মানুষের ঢল। যদিও জানাজায় অংশগ্রহণকারীর কোনো আনুষ্ঠানিক হিসাব প্রকাশ করা হয়নি, তবে অনুসন্ধানী প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট একটি আনুমানিক হিসাব প্রকাশ করেছে।

অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, জানাজায় অন্তত ৩২ লাখ মানুষের সমাগম ঘটতে পারে। তবে বাস্তবে সংখ্যাটি আরও বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মূল মাঠে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। মূল মাঠ ছাড়াও দক্ষিণ প্লাজার পাশের মাঠ, মানিক মিয়া এভিনিউয়ের দুই পাশ, খামারবাড়ি মোড় থেকে ফার্মগেট হয়ে কারওয়ান বাজার, আবার ফার্মগেট থেকে বিজয় সরণি হয়ে আগারগাঁও মেট্রো স্টেশন পর্যন্ত সড়কে কাতারবদ্ধ হয়ে জানাজায় অংশ নেন মানুষ।

এ ছাড়া চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের সড়ক, শিশুমেলা থেকে আসাদগেট হয়ে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত এলাকাতেও জানাজায় অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল।

গুগল ম্যাপের তথ্য অনুযায়ী, এসব সড়কের মোট দৈর্ঘ্য প্রায় ১৩ দশমিক ০৪ কিলোমিটার। কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত সড়কের কার্যকর প্রস্থ গড়ে ২৪ মিটার এবং মানিক মিয়া এভিনিউয়ের দুই পাশকে আলাদা সড়ক ধরে হিসাব করা হয়েছে। এতে সড়ক অংশের মোট আয়তন দাঁড়ায় প্রায় ৩ লাখ ১২ হাজার ৯৬০ বর্গমিটার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. আমিনুল হক বলেন, সাধারণত এক বর্গমিটারে চারজন মানুষ দাঁড়াতে পারেন। তবে বুধবারের পরিস্থিতিতে বর্গমিটারপ্রতি ৬ থেকে ৮ জন মানুষ অবস্থান করছিলেন। এই হিসাবে বর্গমিটারপ্রতি ন্যূনতম ৬ জন ধরলে শুধু সড়ক অংশেই উপস্থিত মানুষের সংখ্যা দাঁড়ায় প্রায় ১৮ লাখ ৭৭ হাজার।

অন্যদিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার দুটি মাঠের আয়তন যথাক্রমে ২৫ হাজার ৭২৮ এবং ৬১ হাজার ৯০৮ বর্গমিটার—মোট ৮৭ হাজার ৬৩৬ বর্গমিটার। সেখানে বর্গমিটারপ্রতি ৬ জন ধরলে আরও অন্তত ৫ লাখ ২৫ হাজার মানুষের উপস্থিতি থাকার কথা।

সব মিলিয়ে সড়ক ও মাঠ মিলিয়ে প্রায় ৪ লাখ বর্গমিটার এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। এই এলাকায় বর্গমিটারপ্রতি ৬ জন করে ধরলে মোট উপস্থিতির সংখ্যা দাঁড়ায় প্রায় ২৪ লাখ। বর্গমিটারপ্রতি ৪ জন ধরলে এই সংখ্যা অন্তত ১৬ লাখ এবং সর্বোচ্চ ৮ জন ধরলে তা প্রায় ৩২ লাখে পৌঁছায়।

তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায়—বিশেষ করে একাধিক মেট্রো স্টেশন, বাসার ছাদ ও আশপাশের স্থানে দূর থেকে জানাজার নামাজে অংশ নেওয়ার যে দৃশ্য দেখা গেছে, তার হিসাব এই অনুসন্ধানে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

Leave a Reply