শিরোনাম
ময়মনসিংহে তর্কের ঘটনায় ব্যবসায়ী আনোয়ারকে রক্তাক্ত জখম করে দোকানে তালা! নওগাঁয় নতুন বছরের প্রথম দিনে সাংবাদিকদের বৃক্ষরোপন নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনালে যানজট নিরসনে সরেজমিনে পুলিশ সুপার সেনাবাহিনীর যৌথ অভিযানে মাগুরা সদর উপজেলার তাঁতীপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার আবেগঘন বিদায় : কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলামের কর্মজীবনের সমাপ্তি ঘন কুয়াশায় ঠাকুরগাঁওয়ে বাস-লরির সংঘর্ষ, আহত ৭ পাবনার ভাঙ্গুড়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত পাবনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি সহ আটক ৪ জন রাণীশংকৈলে এলজিইডির রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী, কাজ বন্ধ করে দিল এলাকাবাসী পদত্যাগের পরদিনই সায়েদুর রহমানকে একই পদে নিয়োগ

রাণীশংকৈলে এলজিইডির রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী, কাজ বন্ধ করে দিল এলাকাবাসী

Chif Editor

অভিষেক চন্দ্র রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাস্তা পাকা করণে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলার হোসনেগাঁও ইউনিয়নের উত্তরগাঁও থেকে হোসেনগাঁও পর্যন্ত বৃহত্তর দিনাজপুর প্রকল্পের আওতায় মেসার্স জাসমির কনটাক্টশন ঠাকুরগাঁওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান ১ কোটি ৭ লক্ষ টাকা ব্যায়ে ১ কিলোমিটার রাস্তা পাকা করণের কাজ পায়। যা ২৫ জুলাই হতে ২৬ সালের জুলাই পর্যন্ত শেষ হওয়ার কথা।
কিন্তু সংশ্লিষ্ঠ ঠিকাদারী প্রতিষ্ঠান নিজে লভ্যাংশ রেখে স্থানীয় শাহাবুদ্দিন মাষ্ঠার ও রফিকুল ইসলাম (ইউএনও অফিসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা) এর কাছে কাজটি বিক্রি করে দেয়। সে মোতাবেক রফিকুল ও শাহাবুদ্দিন কাজ শুরু করে। একদিকে যেমন মুল ঠিকাদারী প্রতিষ্ঠানকে লাভ দিতে হয়েছে তারপর আবার কাজ করে নিজেদেরকে মুনাফা অর্জন করতে হবে। এজন্যই মুলত রাস্তার কাজটি নিম্নমানের সামগ্রী দিয়ে করতে হচ্ছে তাদের। নিম্নমানের ইট ও মাটিমিশ্রিত বালু ও রেজিংয়ে নিম্নমানের ৩ নং ইট মাঝে মধ্যে দেওয়ায় কাজটি গত ২৬ডিসেম্বর বন্ধ করে দিয়েছে এলাকাবাসি। এপ্রসঙ্গে সহকারি শিক্ষক ইব্রাহিম খলিল বলেন, কাজটি ৩নংও ২নং ইটদিয়ে করায় আমরা বন্ধ করে দিয়েছি। ভাল ইট দিয়ে কাজ না করলে রাস্তাটি টেকসই হবেনা।
এবিষয়ে সাহাবুদ্দিন মাষ্টার বলেন, বিএনপি’র সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, রফিকুল ইসলামসহ কাজটি করছি। স্থানীয় লোকজনের কারণে কাজটি সাময়িক বন্ধ আছে, নতুন ইট থেকে বের হলে আবার কাজটি শুরু করা হবে।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান বলেন,হোসেনগাঁওয়ে ১কিঃমিঃ রাস্তার কাজ চলছে,ইটের মান খারাপ হওয়ায় আবাদত বন্ধ আছে,ঠিকাদারকে বাইরে থেকে ভাল ইট নিয়ে আসতে বলা হয়েছে।

Leave a Reply