শিরোনাম
ময়মনসিংহে তর্কের ঘটনায় ব্যবসায়ী আনোয়ারকে রক্তাক্ত জখম করে দোকানে তালা! নওগাঁয় নতুন বছরের প্রথম দিনে সাংবাদিকদের বৃক্ষরোপন নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনালে যানজট নিরসনে সরেজমিনে পুলিশ সুপার সেনাবাহিনীর যৌথ অভিযানে মাগুরা সদর উপজেলার তাঁতীপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার আবেগঘন বিদায় : কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলামের কর্মজীবনের সমাপ্তি ঘন কুয়াশায় ঠাকুরগাঁওয়ে বাস-লরির সংঘর্ষ, আহত ৭ পাবনার ভাঙ্গুড়ায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত পাবনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি সহ আটক ৪ জন রাণীশংকৈলে এলজিইডির রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী, কাজ বন্ধ করে দিল এলাকাবাসী পদত্যাগের পরদিনই সায়েদুর রহমানকে একই পদে নিয়োগ

নওগাঁয় নতুন বছরের প্রথম দিনে সাংবাদিকদের বৃক্ষরোপন

Chif Editor

নওগাঁ প্রতিনিধি :- ইংরেজী নতুন ২০২৬ সালের প্রথম দিনটি ফুলের গাছ রোপনের মাধ্যমে নববর্ষ উদযাপন করেছে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট।

বৃক্ষপ্রেমী ও সাংবাদিক মাহমুদুন্নবী বেলালের উদ্দোগে ও নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে বৃহস্পতিবার ( ১ জানুয়ারি) দুপুরে নওগাঁ শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে বিভিন্ন ধরনের শতাধিক ফুলসহ ফলজ ও বনজ গাছ রোপন করে দিনটি উদযাপন জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সাংবাদিকরা।

নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট এর সভাপতি সাদেকুল ইসলাম বলেন,দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং শহীদ মিনারের শোভাবর্ধনের জন্য বৃক্ষরোপনের এমন উদ্দ্যোগ নেয়া হয়েছে।
সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল বলেন, ইতোমধ্যে আমি নওগাঁ- রাজশাহী মহাসড়ক সহ জেলার বিভিন্ন স্থানে লক্ষাধিক গাছ রোপন করেছি। আজ নববর্ষের প্রথম দিনে নওগাঁর কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর সহ বিভিন্ন স্থানে ২শতাধিক ভিভিন্ন জাতের গাছ রোপন করা হয়েছে।

এ সময় ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রিপোটার ও নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট এর সভাপতি সাদেকুল ইসলাম, নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট এর সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল,সময়টিভির স্টাফ রিপোটার এম আর রকি, বিজয় টিভির সাংবাদিক মোফাজ্জ্বল হোসেন, দেশ রুপান্তর পত্রিকার প্রতিনিধি পারভেজ আহমেদ, বার্তা২৪ এর স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম,দৈনিক প্রতিদিনের কাগজ এর নওগাঁ প্রতিনিধি নাজমুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply