শিরোনাম
নওগাঁয় মাদকবিরোধী অভিযানে আপন দুই ভাই গ্রেফতার, উদ্ধার ট্যাপেন্টাডল ও চোলাই মদ ৩০ কার্যদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন: জাবের বরিশাল-২ আসন: এনপিপির প্রার্থী স্বশিক্ষিত, মামলায় আক্রান্ত বিএনপির প্রার্থী গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র বাতিল সাভারে জুতা ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা, চোখ উপড়ে লিঙ্গ কর্তন ইসলামী আন্দোলনের ৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত বগুড়ার ৩ আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল সাতক্ষীরা-৪: দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির বিদ্রোহী প্রার্থীর বিটিআরসি ভবনে ভাঙচুর, ৪৫ জন কারাগারে পাবনার ভাঙ্গুড়ায় চাকুরী না পাওয়ার জন্য মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

কুমিল্লায় প্রথম দিনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Chif Editor

কুমিল্লা জেলা প্রতিনিধি :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে প্রথম দিনে ছয়টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জামায়াতসহ ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কার্যালয়ে কুমিল্লা-১, ২, ৩, ৪, ৫ ও ৬ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এ ছয়টি সংসদীয় আসনে মোট ৬০ জন প্রার্থীর মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আবু জায়েদ আল মাহমুদ, ওমর ফারুক ও কাজী মো. ওবায়েদ উল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) বড়ুয়া মনোজিত ধীমন এবং জাতীয় পার্টির (জাপা) সৈয়দ মো. ইফতেকার আহসানের মনোনয়নপত্র বাতিল করা হয়।

কুমিল্লা-২ আসনে ইসলামিক ফ্রন্টের মো. আবদুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন ও সিরাজুল ইসলাম এবং বাংলাদেশ কল্যাণ পার্টির মো. শাহাবুদ্দিনের মনোনয়ন বাতিল হয়।

কুমিল্লা-৩ আসনে গণঅধিকার পরিষদের মনিরুজ্জামান ও জামায়াতে ইসলামীর মো. ইউসুফ সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়।

কুমিল্লা-৪ আসনে ইসলামী আন্দোলনের আ. করিম ও আমজনতার দলের মাসুদ রানার মনোনয়ন বাতিল হয়।

কুমিল্লা-৫ আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল ক্বাফী এবং কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) কামরুন্নাহার সাথী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর বেশির ভাগ ক্ষেত্রেই ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। এছাড়া হলফনামায় প্রার্থীর স্বাক্ষর না থাকা, অসম্পূর্ণ হলফনামা এবং যাচাইকারীর স্বাক্ষর না থাকার কারণেও কয়েকজন প্রার্থী বাদ পড়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন।

কুমিল্লার বাকি পাঁচটি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে শনিবার (৩ জানুয়ারি)।

Leave a Reply