শিরোনাম
নওগাঁয় মাদকবিরোধী অভিযানে আপন দুই ভাই গ্রেফতার, উদ্ধার ট্যাপেন্টাডল ও চোলাই মদ ৩০ কার্যদিবসের মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলন: জাবের বরিশাল-২ আসন: এনপিপির প্রার্থী স্বশিক্ষিত, মামলায় আক্রান্ত বিএনপির প্রার্থী গাইবান্ধায় জামায়াতের প্রার্থীসহ আটজনের মনোনয়নপত্র বাতিল সাভারে জুতা ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা, চোখ উপড়ে লিঙ্গ কর্তন ইসলামী আন্দোলনের ৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত বগুড়ার ৩ আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল সাতক্ষীরা-৪: দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির বিদ্রোহী প্রার্থীর বিটিআরসি ভবনে ভাঙচুর, ৪৫ জন কারাগারে পাবনার ভাঙ্গুড়ায় চাকুরী না পাওয়ার জন্য মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ

ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় জুলাই আন্দোলনকারী আটক, পরে মুক্তি

Chif Editor

অনলাইন ডেস্ক :- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আটক এনামুল হাসান নয়ন নামের এক তরুণকে আটকের পর আন্দোলনের মুখে মুক্তি দেওয়া হয়েছে। তিনি জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন বলে বৈষম্যবিরোধীরা দাবি করলে নয়নকে ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শায়েস্তাগঞ্জ থানা থেকে মুক্তি পান নয়ন। এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

এনামুল হাসান নয়ন শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর গ্রামের আনোয়ার আলীর ছেলে। উপজেলা ছাত্রলীগের কমিটিতে সহসভাপতি হিসেবে তার নাম রয়েছে।পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম আটক করে থানায় নিয়ে যান নয়নকে। এর পরপরই বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কর্মীরা তার মুক্তির দাবিতে থানায় জড়ো হতে থাকেন।

শুক্রবার বেলা ১২টার দিকে সংগঠনের হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাহদী হাসানের নেতৃত্বে ছাত্র-জনতা থানার সামনে অবরোধ কর্মসূচি পালন করে। দুপুর আড়াইটার দিকে জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে বিকেল ৩টার দিকে নয়নকে মুক্তি দেওয়া হয়।মাহদী হাসান বলেন, ছাত্রলীগের কমিটিতে নাম থাকলেও স্বৈরাচার পতনের আন্দোলনে নয়ন সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তাকে আটকের ঘটনায় আমরা মর্মাহত হয়েছি।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় নয়নকে আটক করা হয়েছিল। তবে আন্দোলনে অংশগ্রহণের বিষয়ে তথ্যপ্রমাণ পাওয়ায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তার অজ্ঞাতে ছাত্রলীগের কমিটিতে নাম ঢুকানো হয় বলেও তিনি দাবি করেন।

Leave a Reply