
শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- রংপুর-৩ (সদর ও ১০ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড সিটি) এবং রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মনোনয়নপত্র যাচাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। একই সঙ্গে এ দুটি আসনে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিধি মোতাবেক প্রতিটি প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল আহসান।
এ সময় প্রার্থী, সমর্থক, প্রস্তাবকারী, জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার (এসপি), দুদক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরদিকে রংপুর-৪ আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম বাশার, মো. জয়নুল আবেদিন ও জাপার (আনিস-রুহুল) মো. আব্দুস ছালাম।
এ আসনে বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রগতি বর্মণ তমা, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আখতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায়, জাপার আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহিদ হোসেনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্র জানা গেছে, রংপুরের সংসদীয় ছয়টি আসনে ৫৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে রংপুর-১ আসনে নয়, রংপুর-২ আসনে পাঁচ, রংপুর-৩ আসনে ১০, রংপুর-৪ আসনে ১০, রংপুর-৫ আসনে ১১ ও রংপুর-৬ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।



