
দলীয় প্রার্থী ড. মো. মনিরুজ্জামানকে সমর্থন দিয়ে সরে দাড়ানোর ঘোষণা দিলেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।
শুক্রবার (২ জানুয়ারি) শ্যামনগর মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে বিএনপির বিদ্রোহী প্রার্থী আব্দুল ওয়াহেদ দলীয় প্রার্থী ড. মো. মনিরুজ্জামানের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন ব্যক্ত করেন।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড. মো. মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম, আটুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম মোড়ল, সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলীসহ শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, তিনি দলীয় মনোনয়ন পাওয়ার আশায় শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন এবং মনোনয়নপত্রও জমা দেন।
মাস্টার আব্দুল ওয়াহেদ আরও জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের স্বার্থকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন এবং ভবিষ্যতেও দলের সিদ্ধান্তের বাইরে যাবেন না। একই সঙ্গে তিনি দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল পর্যায়ের নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
এদিকে, বিদ্রোহী প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।



