
মোহাম্মদ ইকবাল হোসেন, স্টার্ফ রিপোর্টার :- কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা সমাজ সেবা অফিস এর উদ্যোগে জাতীয় সমাজ সেবা দিবস-২০২৬ উদযাপিত হয়। শনিবার ৩রা জানুয়ারী সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উদযাপিত হয়। প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায় আস্তা আজ সমাজ সেবায় প্রতিপাদ্যের আলোকে ওয়াকাথন আলোচনা সভা/ মুক্ত আড্ডায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকতা কর্মচারী ও সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ গ্রহন করে থাকে।
বিআরডিবি অফিসের কর্মকর্তা রাসেল সরোয়ার এর সঞ্চালনায় সমাজ সেবা কর্মকর্তা আবদুল মান্নানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়ূন কবির সহ বিভিন্ন ক্লাব ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে সমাজসেবা অফিসের কার্যক্রম ও সেবার গুরুত্ব তুলে ধরেন এবং এয়োদশ নির্বাচনের প্রবাসী ভোটারের সংযুক্তি সংক্রান্ত বিষয়ে আলোকপাত করেন। সবশেষে অনুষ্ঠানের আয়োজক সমাজ সেবা অধিদপ্তরে বুড়িচং উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সভাপতি আবদুল মান্নান সকলের উপস্থিতির জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।



