শিরোনাম
অন্তত দেড় হাজার মোবাইল ব্যবসায়ী বে-আইনি কার্যক্রমে জড়িত: এমআইওবি বছরজুড়ে বরিশালের আলোচিত যত ঘটনা শাহজালাল ফার্টিলাইজারের সাবেক হিসাব প্রধানের ১২ ফ্ল্যাটসহ সম্পদ জব্দ নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে চার্জশিট অনুমোদন সামাজিক মাধ্যমে সহিংসতা বন্ধে ইসির উদ্যোগ দেখা যায়নি: দেবপ্রিয় ভট্টাচার্য সারজিসের হলফনামা: সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখবে দুদক সেন্টমার্টিনে মাস্টারপ্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত্ব দিতে হবে: রিজওয়ানা হাসান চৌদ্দগ্রাম আসনে বিএনপি প্রার্থী কামরুল হুদার বিরুদ্ধে ১১ কোটি ৮৩ লাখ টাকার গ্যাস চুরি অভিযোগ দাউদকান্দি থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি ভালোবাসা আর শ্রদ্ধায় চির বিদায় নিলেন উত্তরাঞ্চলের সাংবাদিকতার বাতিঘর মন্টু

পাবনায় সাংবাদিক নেতা গ্রেফতার- মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

Chif Editor

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,পাবনা প্রতিনিধি :- পাবনায় সাংবাদিক নেতা ও একটি স্থানীয় পত্রিকার সম্পাদক মোঃ মাহফুজ আলী কাদেরীর গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলার সর্বস্তরের জনগণ।

মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার ৪ জানুয়ারী দুপুরে পাবনা জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এ সময় বিক্ষোভকারীরা সাংবাদিক মোঃ মাহফুজ আলী কাদেরীর মুক্তির দাবিতে নানা স্লোগান দেন এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

বক্তারা বলেন, মাহফুজ আলী কাদেরী একজন সৎ ও সাহসী সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। তার লেখনীর কারণে ক্ষুব্ধ একটি মহল পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। একজন সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি এবং গণতন্ত্রের জন্য অশুভ বার্তা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, অবিলম্বে মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ ও সচেতন জনগণ আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

উল্লেখ্য, গত ২৯ তারিখ সন্ধ্যায় পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতার করে। তার গ্রেফতারের খবরে জেলার সাংবাদিক মহল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার দাবি জানান।

Leave a Reply