শিরোনাম
লালমনিরহাট হাতিবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ কুমিল্লায় সাংবাদিক মওদুদ”কে হামলা ও হয়রানীর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা “একজন ফেলানী খাতুন ও একটি মানচিত্র” বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তে রাষ্ট্রীয় সহিংসতার দীর্ঘ ছায়া আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাকির গ্রেপ্তার নওগাঁয় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর আজ বিচারের অপেক্ষায় পিতা-মাতা এএসপির বিরুদ্ধে ‘মারধরের’ অভিযোগ: নেপথ্যে বাসে টিকিট জালিয়াতি ও যাত্রী হয়রানি নওগাঁয় বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল এনসিপিকে ১০ আসন ছাড়ার প্রসঙ্গে এবার মুখ খুললো জামায়াতে ইসলামী

ভাঙ্গুড়ায় ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী আটক পুলিশের অভিযানে

Chif Editor

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি :-  পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের চেকপোস্ট অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তি কে আটক করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ভাঙ্গুড়া থানা সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) ভাঙ্গুড়া থানার এসআই মোঃ আল আমিন সঙ্গীয় ফোর্স সহ উপজেলার দিয়ারপাড়া রেলগেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ ডাবলু হোসেন (৪৫) নামে এক ব্যক্তি কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৩৫ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ডাবলু হোসেন ভাঙ্গুড়া উপজেলার দিয়ার পাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি মোঃ আব্দুল গফুরের ছেলে।
এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আটক ব্যক্তি কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন,মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। ভাঙ্গুড়ায় কোন মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না। পরিচয় যাই হোক, আইনের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। মাদক নির্মূলে পুলিশ আপসহীনভাবে কাজ করছে এবং এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।এলাকা কে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply