শিরোনাম
আওয়ামী মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ির রাস্তা নিমার্ণের কাজে স্থানীয়দের বাধা এলাকা ছাড়া দুই সাংবাদিক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন মুন্সীর কেন্দ্রীয় সরকারের দমন পীড়ন ও তথ্য চুরির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহা মিছিল প্রশ্নপত্রের ফটোকপিসহ গ্রেফতারে স্বেচ্ছাসেবক নেতা মিনারুল বহিষ্কার কুমিল্লা বিভিন্ন মামলায় ১৪শ জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলি উদ্ধার রাণীশংকৈলে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল নয়, আপাতত স্থগিত—গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বেগম খালেদা জিয়ার দেওয়া গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: আমীর খসরু রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৬৪৫টি আপিল তারেক রহমান: একজন সাধারণ কর্মী থেকে বিএনপি চেয়ারম্যান

‘জুলাই বার্তাবীর সম্মাননা’ পেলেন সাংবাদিক ইসমাইল সরদার

S M Rashed Hassan

আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘জুলাই বীর সম্মাননা’ অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করার স্বীকৃতিস্বরূপ ‘জুলাই বার্তাবীর সম্মাননা স্মারক’ পেয়েছেন সাংবাদিক ইসমাইল সরদার।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে চেক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদেরও বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে আগ্রাসন বিরোধী আন্দোলন।

সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় সাংবাদিক ইসমাইল সরদার বলেন, জুলাইয়ের কথা মনে হলেই চোখে ভাসে শহীদদের রক্তাক্ত দেহ। এই প্রজন্ম জীবন দিতেও প্রস্তুত, কিন্তু জুলাইকে মুছে যেতে দেবে না। জুলাইকে ধারণ করে আমরা চাই, এই নতুন বাংলাদেশে আর কখনো বিদেশি আগ্রাসন কিংবা ফ্যাসিস্ট কায়দায় গণতন্ত্র হত্যার সুযোগ যেন না আসে।

উল্লেখ্য, ইসমাইল সরদার ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় এসএ টিভিতে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। সে সময় তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে গণঅভ্যুত্থানের সংবাদ সংগ্রহ ও প্রচার করেন। সংবাদ সংগ্রহকালে ২০২৪ সালের ১৮ জুলাই তাকে সহ বেশ কয়েকজন সাংবাদিককে নিষিদ্ধ ছাত্রলীগের দুষ্কৃতকারীরা হামলা চালিয়ে আহত করে।

সাহসিকতা ও পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশব্যাপী ১০২ জন সাংবাদিককে ‘বার্তাবীর সম্মাননা’ প্রদান করা হয়।

Leave a Reply