শিরোনাম
আওয়ামী মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ির রাস্তা নিমার্ণের কাজে স্থানীয়দের বাধা এলাকা ছাড়া দুই সাংবাদিক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন মুন্সীর কেন্দ্রীয় সরকারের দমন পীড়ন ও তথ্য চুরির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহা মিছিল প্রশ্নপত্রের ফটোকপিসহ গ্রেফতারে স্বেচ্ছাসেবক নেতা মিনারুল বহিষ্কার কুমিল্লা বিভিন্ন মামলায় ১৪শ জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলি উদ্ধার রাণীশংকৈলে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল নয়, আপাতত স্থগিত—গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বেগম খালেদা জিয়ার দেওয়া গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: আমীর খসরু রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৬৪৫টি আপিল তারেক রহমান: একজন সাধারণ কর্মী থেকে বিএনপি চেয়ারম্যান

নির্বাচন পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানসহ ২৬ দেশকে আমন্ত্রণ ইসির

Chif Editor

অনলাইন ডেস্ক :- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে নাসিরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এই বিশাল কর্মযজ্ঞ পর্যবেক্ষণের জন্য ভারত, পাকিস্তান, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের ২৬টি দেশ এবং ৭টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৬টি দেশ ও ৭টি আন্তর্জাতিক সংস্থা থেকে মোট ৮৩ জন প্রতিনিধিকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। বিদেশি এই পর্যবেক্ষকদের উপস্থিতিতে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বিশ্বদরবারে আরও সুদৃঢ় হবে বলে আশা করছে ইসি।

আমন্ত্রিত এই ৮৩ জন বিদেশি পর্যবেক্ষকের জন্য বিশেষ আতিথেয়তার ব্যবস্থা করছে ইসি। তাদের বাংলাদেশে অবস্থানকালীন আবাসন (একোমোডেশন) এবং খাবারের (ফুড) যাবতীয় ব্যয়ভার নির্বাচন কমিশন বহন করবে বলে নিশ্চিত করা হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতেই কমিশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যেসব দেশ ও সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে ইসি। দেশগুলোর মধ্যে রয়েছে- প্রতিবেশী দেশ ভারতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন গনেশ কুমার। পাকিস্তানে প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা এবং নেপালে রাম প্রসাদ ভাণ্ডারি।

অন্যান্য দেশের মধ্যে রয়েছেন; ভুটানের ডিকি পেমা (প্রধান নির্বাচন কমিশনার), শ্রীলঙ্কার আর এম এ এল রত্নায়েকে (চেয়ারম্যান, নির্বাচন কমিশন), মালদ্বীপের মোহাম্মদ জাহিদ (প্রেসিডেন্ট, নির্বাচন কমিশন), থাইল্যান্ডের নারাং কলানওয়ারিন (চেয়ারম্যান), ইন্দোনেশিয়ার মোহাম্মদ আফিফুদ্দিন (চেয়ারম্যান), ফিলিপাইনের অ্যাটর্নি জর্জ এরউইন এম গার্সিয়া (প্রধান কর্মকর্তা), জাপানের ফুরুয়া মাসাতাকা (চেয়ার, সেন্ট্রাল ইলেকশন ম্যানেজমেন্ট কাউন্সিল), দক্ষিণ কোরিয়ার রো তায়ে-আক (চেয়ারম্যান, ন্যাশনাল ইলেকশন কমিশন)।

এ ছাড়া পশ্চিমা দেশগুলোর মধ্যে কানাডার চিফ ইলেক্টরাল স্টিফেন পেরাল্ট, ফ্রান্সের কনস্টিটিউশনাল কাউন্সিলের প্রেসিডেন্ট রিচার্ড ফেরান্ড এবং রাশিয়ার চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন এলা আলেকজান্দ্রোভনা পামফিলোভা, অস্ট্রেলিয়ার জেফরি পোপ এপিএম (ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার), নিউজিল্যান্ডের কার্ল লে কুয়েন (চিফ ইলেক্টরাল অফিসার), তুরস্কের আহমেদ ইয়েনার (চেয়ারম্যান, সুপ্রিম ইলেকশন বোর্ড), জর্ডানের এইচ ই ইঞ্জিনিয়ার মুসা মায়তাহ (চেয়ারম্যান, বোর্ড অব কমিশনারস), নাইজেরিয়ার প্রফেসর জোশ ওজো আমুপিতান (চেয়ারম্যান), সাউথ আফ্রিকার সাই মামাবোলো (চিফ ইলেক্টরাল অফিসার)। এ ছাড়া কাজাখস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, রোমানিয়া, মালয়েশিয়া ও মঙ্গোলিয়ার নির্বাচনী প্রধানদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আন্তর্জাতিক সংস্থার মধ্যে রয়েছে সার্ক মহাসচিব মো. গোলাম সারওয়ার, কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে এবং ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, এনডিআইর তামারা উইটেস (প্রেসিডেন্ট), আইআরআই প্রেসিডেন্ট ড্যানিয়েল টুইনিং, আনফ্রেলের চেয়ারম্যান এইচ ই রোহানা এন হেতিয়ারাচ্চি, এ-ওয়েব এর সেক্রেটারি এইচ ই ড. হার্নান পেনাগোস জিরাল্ডো।

Leave a Reply