
বিশেষ প্রতিনিধি :- টঙ্গীর টিএনটি বাজারের ব্যবসায়ী ও সাবেক বিএনপি নেতা মোঃ আব্বাস আলীর ওপর সন্ত্রাসী হামলা, চাঁদা দাবি ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার ১০ জানুয়ারি সকাল ১১টায় টঙ্গী-পুবাইল সড়কের আমতলী এলাকায় আব্বাস আলীর পরিবার ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিবর্গ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক ছাত্রদল নেতা পরিচয়ধারী ভূমিদস্যু ও চাঁদাবাজ আইয়ুব আলী দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে চাঁদা দাবি করে আসছে। তারই ধারাবাহিকতায় আইয়ুব আলী ব্যবসায়ী আব্বাস আলীর কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আব্বাস আলীর বিরুদ্ধে গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়।
বক্তারা আরও বলেন, ওই মামলার হাজিরা দিতে আব্বাস আলী ও তার ছেলে আদালতে গেলে পূর্বপরিকল্পিতভাবে আইয়ুব আলী ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আব্বাস আলী গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন। একই ঘটনায় তার ছেলেও আহত হন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, ঘটনার পর ভুক্তভোগী পরিবার টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ মামলা গ্রহণে গড়িমসি করে এবং এখনো মামলা রেকর্ড করেনি। এতে ন্যায়বিচার পাওয়া নিয়ে পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে হামলাকারী ও চাঁদাবাজ আইয়ুব আলীসহ তার সহযোগীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা প্রত্যাহার এবং গুরুতর আহত আব্বাস আলীর সুচিকিৎসা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে টঙ্গী পূর্ব থানার ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তেরও দাবি তোলা হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সুষ্ঠু বিচার ও আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।



