
অনলাইন ডেস্ক :- ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ, তাদের প্রেসিডেন্ট মাদুরোকে স্ত্রীসহ তুলে নেয়া এবং রাশিয়া ও ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার জব্দকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তীব্র উত্তেজনার মধ্যেই দক্ষিণ আফ্রিকার কেপটাউন উপকূলে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চীন, রাশিয়া ও ইরানের সম্মিলিত নৌ মহড়া।
আটলান্টিক ও ভারত মহাসাগরের মিলনস্থলে দক্ষিণ আফ্রিকার সাইমন্স টাউন নৌঘাঁটিতে তিন দেশের শক্তিশালী যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যে অবস্থান এক নতুন শক্তির জানান দিচ্ছে।
সূত্র: রয়টার্স



