
অনলাইন ডেস্ক :- ইরানে চলমান বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার ও নিরাপত্তা বাহিনী। শনিবার ইরানের রেভল্যুশনারি গার্ডস সতর্ক করে জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষা একটি ‘লাল রেখা’—এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে সামরিক বাহিনী জনসম্পত্তি সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে।
সাম্প্রতিককালে ব্যাপক বিক্ষোভ দমনে তেহরান সরকার যখন কঠোর হচ্ছে তখনই এ বক্তব্য এসেছে।
এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতাদের উদ্দেশে নতুন করে সতর্কবার্তা দেন। আর শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র ‘ইরানের সাহসী’ জনগণের পাশে রয়েছে।
সূত্র: আল আরাবিয়া



