কুমিল্লার এক ব্যবসায়ী উদ্যোক্তা গোলাম জিলানী টিটু – দেশ নিয়ে যা জানালেন

Chif Editor

লেখক: ব্যবসায়ী উদ্যোক্তা গোলাম জিলানী টিটু :- Faham Abdus Salam একটা পোস্টে তিনি লিখেছেন, ৫ই আগস্টের পরে আপনারা আপনাদের রুহ্ হারায়ে ফেলছেন। খুব সম্ভবতঃ তার এই উক্তি ধর্মান্ধ মৌলবাদী তৌহিদি জনতা এবং তাদের যে কয়জন উচ্চাবিলাসী জ্ঞানপাপী, স্থানীয় এবং দূরনিয়ন্ত্রক ভাবগুরু আছেন তাদের উদ্দেশ্যে। আমিও একই ধরনের কথা লিখে যাচ্ছি সেপ্টেম্বর ২৪ থেকেই। খানিক আশ্বস্ত হলাম অত ভুলভাল কিছু মনে হয় আমি লিখিনি এতদিন!

আমি আসলে ফেইসবুকে নানা এমেচার লেখকদের লেখা পড়ে পড়ে কিছুটা সাহসী হই অল্পসল্প লেখার ব্যাপারে। আমার লেখা কাউকে ভাবাবে অত বুঝবুদ্ধি আমার নেই, অতটা হয়তো আশা করি না। কিন্তু ভাই বাংলাদেশ কিন্তু গভীর খাদে অলরেডি পড়ে গেছে। মূলত ৫ ই আগস্টের পরে আমরাই আমাদের ধ্বংসে নেমেছি। এজন্য বিদেশি কাউকে খুব বেশি দোষারোপ করেও লাভ নেই! প্রতিহিংসা, ঘৃণা, বিদ্বেষ, সর্বোপরি ক্ষমতার লোভ আমাদের এমন এক অমানুষের জায়গায় নিয়ে গেছে সেখান থেকে বের হওয়া সহজ হবে না! ধর্মান্ধ এবং উগ্র মৌলবাদীর সংখ্যা আশঙ্কাজনক ভাবে বেড়েছে, ভয়টা আসলে সেখানেই। কারণ এদের নিজস্ব কোন চিন্তা ভাবনা নেই, এরা অন্যের মগজে ভাবতে পছন্দ করে। এ ধরনের মগজহীন, বুদ্ধিহীন, বিবেকহীন, নির্দয় মানুষগুলো জাতির জন্য ভয়ংকর ধ্বংস ডেকে আনবে কোন সন্দেহ নেই। কোন কিছুর বাছবিচার না করেই শুধুমাত্র ধর্ম অবমাননার অভিযোগ এনে এরা নিরীহ মানুষকে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় ঝুলিয়ে আগুন জ্বালিয়ে খু ন করতে পারে! আল্লাহর অভিশাপে অভিশপ্ত এ’জাতি কোনদিন এই অভিশাপ থেকে মুক্তি পাবে না।

ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক জানিয়ে দুটি কথা না বললেই নয়। হাদী প্রকৃতপক্ষেই একজন সাহসী বীর ছিলেন। এদেশের গ্রামীণ বাস্তবতায় তিনি আগে কোন দল করেছেন না করেছেন সেটা নিয়ে আলোচনা এখানে অপ্রাসঙ্গিক। স্রষ্টার অমোঘ নিয়মে হাদী হয়তো সময়ের আগেই আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু রেখে গেছেন লড়াকু মানসিকতার আদর্শ ও অকৃত্রিম দেশপ্রেম। কিন্তু হায় এই হাদীকে অপমান করতে ছাড়লো না এই তৌহিদি জনতা। পত্রিকা অফিস গুলোতে আগ্নিসংযোগ এবং লুটপাট, উদীচী, ছায়ানটের মত কালচারাল সেন্টারগুলোতে হামলা, লুটপাট, আগুন। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে হামলা, বীর বাহাদুরের বাড়িতে হামলা। নুরুল কবিরের মত মানুষের উপর হামলা এটা কোন মানুষের পক্ষে সম্ভব কিনা জানি না। এসব কি হাদী শিখিয়ে গেছেন আপনাদের! তাহলে কেন, কার স্বার্থে! এদেশে শোক থেকে ক্রোধ এবং পরবর্তীতে লুটপাটের সুযোগ সৃষ্টি হয়। হাদীর আত্মত্যাগ বড় সুলভে বেচাবিক্রি করা হয়ে গেছে!

বাংলাদেশের সবগুলো ভাস্কর্য, ইতিহাস, ঐতিহ্য সব ভেঙেচুরে একাকার এবং ধ্বংস! বহু আগেই বলেছিলাম এদেশ আর সামনের দিকে এগোবে না, গন্তব্য আফগানিস্তান, সিরিয়া। ইন্টেরিম সরকারের প্রতি একরাশ ঘৃণা! ব্যাটারা পারস না তয় বইসা রইছোস কেন! দৌড়া।

Leave a Reply