
ডেস্ক রিপোর্ট : বিটাস ফার্মাসিউটিক্যালসের মালিক পরিচয়ে প্রতারণার অভিযোগে জাহাঙ্গীর অপু (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি ঝালকাঠির শেখের হাট এলাকার রফিজ উদ্দিন সরদারের পুত্র।
ঘাটাইল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সূত্রে জানা গেছে, আদালতের জারি করা গ্রেপ্তারি ওয়ারেন্টের ভিত্তিতে শনিবার বিকেল আনুমানিক ৫টার দিকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর রোববার সকালে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও আদালত সূত্র জানায়, জাহাঙ্গীর অপু নিজেকে বিটাস ফার্মাসিউটিক্যালসের মালিক পরিচয় দিয়ে একটি লিমিটেড কোম্পানির নাম ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করেন—এমন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান ছিল।
এছাড়া তার প্রতিষ্ঠিত বিটাস ফার্মাসিউটিক্যালস কর্তৃক উৎপাদিত কিছু ওষুধে ক্ষতিকারক উপাদান ব্যবহারের অভিযোগও রয়েছে। বিশেষ করে “কিউরিষ্ট” ও “রুচিকা” নামের দুটি ওষুধে ক্ষতিকারক স্টেরয়েড থাকার অভিযোগ উঠলে এর আগে একাধিকবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে জরিমানা করা হয়। তবে জরিমানার পরও প্রতিষ্ঠানটির ব্যবসা কার্যক্রম বন্ধ হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত জাহাঙ্গীর অপুর বড় ভাই সোহরাব হোসেনের প্রভাব ও ক্ষমতার কারণেই তিনি দীর্ঘদিন ধরে নির্বিঘ্নে তার কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হন। গোপন সূত্রের দাবি, সোহরাব হোসেন একটি প্রভাবশালী শিল্পগোষ্ঠী মিতালী গ্রুপের একটি প্রশাসনিক ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, যার প্রভাবেই জাহাঙ্গীর অপুর দ্রুত উত্থান ঘটে।
গ্রেপ্তারের পর অভিযুক্তের জামিনের জন্য পরিবারের পক্ষ থেকে জোর তদবির চালানো হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



