
কুমিল্লা প্রতিনিধি :- কুমিল্লায় স্বতন্ত্র-প্রার্থী হাজী ইয়াসিনকে হতাশ করলেন বেগম রাবেয়া চৌধুরী। ধানের শীষের প্রার্থীরকে আমি দোয়া করেছি ও ভোটও দিবো ইনশাআল্লাহ। কুমিল্লা -৬ নির্বাচনী এলাকার স্বতন্র প্রার্থী হাজী আমিন উর রশীদ ইয়াছিন গত ৮ ডিসেম্বর প্রবীণ রাজনীতিবীদ রাবেয়া চৌধুরীর সাথে দেখা করতে গেলে তিনি অপকটে একথা বলেন।
বেগম রাবেয়া চৌধুরী বলেন, সিনিয়র ও ত্যাগী হিসেবে এ আসনে আমি নমিনেশন পাওয়ার কথা। কিন্তু দল আমাকে দেয়নি। তাই বলে আমার ক্ষুব্ধ ও বিদ্রোহের কারন নাই। এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য জানা যায়।



