
এক বর্ণাঢ্য জমকালো আয়োজনে ৯ জানুয়ারী শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে অনুষ্ঠিত হয়ে গেলো জাগ্রত ওকে বাংলাদেশের আইকনিক এওয়ার্ড অনুষ্ঠান ২০২৬। জাগ্রত চেয়ারম্যান জনাব শিহাব রিফাত আলমের পরিচালনায় এক ঝাঁক জাগ্রত প্রাণ মানুষেরা জড়ো হয়েছিলেন হিমেল সন্ধ্যায়। জাগ্রত ওকে বাংলাদেশের প্রথম ট্যাবলয়েড ম্যাগাজিন।
পবিত্র কুরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। বিশিষ্ট সাহিত্যনুরাগী ফাতেমা মিতু সহ দেশের নানা প্রান্তের বিশেষ কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দমুখর হয়ে উঠে। জাগ্রত বিশেষত ব্যবসায়ী সংগঠন। ইলেক্ট্রিক সেক্টরের ব্যবসায়ীরা মূলত এই সংগঠনের কেন্দ্র বিন্দু। জাগ্রত চেয়ারম্যান শিহাব রিফাত আলমের নেতৃত্বে এই সংগঠনের কয়েকটি অঙ্গ সহযোগী সংগঠন গড়ে ওঠে। ব্যক্তি উদ্যোগে শিল্পী সত্ত্বা থেকে তিনি কবি-সাহিত্যিকদের নিয়ে কয়েকটি অনুষ্ঠান করেছেন। মাদকমুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মানে শিল্প সংস্কৃতি সাহিত্য বিশেষ ভূমিকা রাখে,এই প্রতিপাদ্য কে নিয়ে তিনি জাগ্রত ওকে বাংলাদেশ ট্যাবলয়েড ম্যাগাজিন প্রকাশ করেন। ব্যবসায়ীদের নানা সমস্যার পাশাপাশি তিনি সৃষ্টিশীলতাকেও এগিয়ে নিতে এই উদ্যোগ নেন। শিহাব রিফাত আলম বিশ্বাস করেন, সংগঠন শুধু বানিজ্যিক হয় না।
নিজ দায়িত্বে তিনি দেশের সূর্য সন্তান মুক্তিযোদ্ধা থেকে দেশের প্রান্তিক পর্যায়ের কবিদেরকেও সম্মানিত করে থাকেন। জাগ্রত ওকে আইকনিক এওয়ার্ড অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডি আইজি শোয়েব রিয়াজ আলম, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইলেক্ট্রিক এসোসিয়েশন এবং এফবিসিসিআই ডিরেক্টর খন্দকার রুহুল আমিন সিআইপি, বিশেষ অতিথি ছিলেন বিআরবি গ্রুপ অফ কোম্পানির ডিরেক্টর রফিকুল ইসলাম রনি সহ শোবিজ তারকা শাকিল খান, ফজলুর রহমান বাবু। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে আইকনিক এওয়ার্ড প্রদান করা হয়। শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজনও করা হয় এই উপলক্ষে। দেশের সাহিত্য অঙ্গনে এমন বর্ণাঢ্য আয়োজন শিল্প – সাহিত্যকে সমৃদ্ধ এবং গতিশীল করে এমনটাই বলেছেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তিজন।


