শিরোনাম
মব ‘মিষ্টি’ করে জমি দখলের চেষ্টা, পুলিশ-সেনাবাহিনীর হস্তক্ষেপে রক্ষা শ্যামপুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু, চিকিৎসাধীন ২ জন, গ্রেফতার ব্যবসায়ী জয়নুল দেশে ছুটি শেষে মালে ফিরলেন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপে কর্মরত বাংলাদেশী ডাক্তারদের সৌজন্য সাক্ষাৎ বনশ্রীতে স্কুল শিক্ষার্থী হত্যায় সন্দিগ্ধ হোটেল কর্মী গ্রেপ্তার মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন হিরো আলম বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক: নবীউল্লাহ নবী এমপি সৎ হলে ঠিকাদারের চুরি করার সুযোগ নেই: রুমিন ফারহানা জুলাই সনদ হলেই মব জাস্টিস বন্ধ হবে না: আলী রীয়াজ চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ

আপিলেও চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন বাতিল

Chif Editor

অনলাইন ডেস্ক :- চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে বাংলাদেশ জামায়তে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হক আপিলেও প্রার্থিতা ফিরে পাননি। সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) দ্বৈত নাগরিকতার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারছেন না।

এর আগে গত ৪ জানুয়ারি যাচাই-বাছাই শেষে যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ আসনে এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে। এদিন সকাল ১০টায় তৃতীয় দিনের আপিল শুনানি শুরু হয়। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এই সময়ের মধ্যে ১৪১ থেকে ২১০ নম্বর পর্যন্ত আপিল আবেদনের শুনানি হবে।

পরবর্তীতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০, বুধবার (১৪ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩৫১ থেকে ৪২০, শুক্রবার (১৬ জানুয়ারি) ৪২১ থেকে ৪৯০, শনিবার (১৭ জানুয়ারি) ৪৯১ থেকে ৫৬০ এবং শেষ দিনে রোববার (১৮ জানুয়ারি) ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এরমধ্যে শুধু শেষ দিনেই (৯ জানুয়ারি) ১৭৬টি আপিল জমা পড়ে। গত ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এসব আপিল গ্রহণ করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। পরবর্তীতে ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সবশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply