শিরোনাম
পিআইবির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন অনুষ্ঠান, বিভাগীয় কমিশনার নির্বাচনে বিশ্বাস ফেরানোই আমাদের মূল লক্ষ্য মব ‘মিষ্টি’ করে জমি দখলের চেষ্টা, পুলিশ-সেনাবাহিনীর হস্তক্ষেপে রক্ষা শ্যামপুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু, চিকিৎসাধীন ২ জন, গ্রেফতার ব্যবসায়ী জয়নুল দেশে ছুটি শেষে মালে ফিরলেন প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপে কর্মরত বাংলাদেশী ডাক্তারদের সৌজন্য সাক্ষাৎ বনশ্রীতে স্কুল শিক্ষার্থী হত্যায় সন্দিগ্ধ হোটেল কর্মী গ্রেপ্তার মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন হিরো আলম বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক: নবীউল্লাহ নবী এমপি সৎ হলে ঠিকাদারের চুরি করার সুযোগ নেই: রুমিন ফারহানা জুলাই সনদ হলেই মব জাস্টিস বন্ধ হবে না: আলী রীয়াজ

বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে তৃতীয়বারের মতো শোকজ

Chif Editor

অনলাইন ডেস্ক :- চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাখ্যা তলব (শোকজ) করেছে ইলেক্টোরাল এনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি। এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো শোকজের মুখোমুখি হয়েছেন।

আজ সোমবার (১২ জানুয়ারি) ওই কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাস স্বাক্ষরিত এক নোটিশে এ ব্যাখ্যা তলব করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, বিজিল্যান্স ও অবজারভেশন টিমের সদস্যদের পক্ষে গত ১১ জানুয়ারি দাখিল করা অভিযোগে বলা হয়েছে– প্রতীক বরাদ্দ পাওয়ার আগেই নাজমুল মোস্তফা আমিনের পক্ষে বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক মুজিবর রহমান লোহাগাড়া উপজেলার আধুনাগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রয়াত খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে কর্মীদের উদ্দেশে নির্বাচনী বক্তব্য দেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেন।

ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভোট গ্রহণের তারিখের তিন সপ্তাহ আগে এ ধরনের প্রচারণা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৩ ও ১৮ বিধির পরিপন্থী এবং নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হিসেবে গণ্যযোগ্য।

এ প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদনসহ সুপারিশ পাঠানো হবে না— সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, সাতকানিয়া চৌকি আদালত, সাতকানিয়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply