শিরোনাম
“কুমিল্লা-৬ আসনে বিএনপি প্রার্থীর উঠান বৈঠক, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা” লালমাইয়ে আর্থিক সুবিধা নিয়ে আওয়ামী দোসর মাহামুদা আক্তার ও স্বামী আবু তাহের রনিকে বাঁচাতে মরিয়া ওরা কারা পাবনার ভাঙ্গুড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল মধু জব্দ করে জন সন্মুখে ধব্বংস নিখোঁজের ১২ দিন পর মুরাদনগরে অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার পাবনার ভাঙ্গুড়ায় সরিষা ক্ষেতে ব্যস্ত মৌচাষিরা, কোটি টাকার মধু উৎপাদনের সম্ভাবনা গঙ্গাচড়ায় গ্রোয়েন বাঁধ-কেটে তিস্তা চর লুটপাট, নদী ও জনপদ ধ্বংসের খেলায় সিন্ডিকেট নোয়াখালীতে ডাকাতির সময় গণধর্ষণ: গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আইএসপিআরের বিবৃতি কেন এনসিপি ছাড়লেন, জানালেন তাসনিম জারা মমতাজের ৪ বাড়ি ও জমি ক্রোক

ভারতেই বিশ্বকাপ খেলতে ফের আইসিসির অনুরোধ, বিসিবিও দিলো স্পষ্ট বার্তা

Chif Editor

অনলাইন ডেস্ক :- আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। সম্ভাব্য ভেন্যু পরিবর্তন কিংবা গ্রুপ পুনর্বিন্যাসের বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গনে নানা আলোচনা চলছেই। এরই মধ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভিডিও কনফারেন্সে বৈঠক করেছে। সেখানে নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের দাবি জানিয়েছে বিসিবি।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (আজ) দুপুরে অনুষ্ঠিত ওই ভিডিও কনফারেন্সে বোর্ডের পক্ষে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

আইসিসির সঙ্গে আলোচনায় বিসিবি স্পষ্টভাবে জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে তারা ভারতে ভ্রমণে অনাগ্রহী এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তরের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানায়। তবে আইসিসির পক্ষ থেকে বলা হয়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যেই চূড়ান্ত ও প্রকাশিত হয়েছে। সে কারণে বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। জবাবে বিসিবি জানায়, তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে।

তবে বৈঠকে উভয় পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে বের করার লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে। খেলোয়াড়, কর্মকর্তা ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ—এ কথাও জোর দিয়ে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে বাংলাদেশের জন্য ‘তিনটি নিরাপত্তা আশঙ্কা’র কথা উল্লেখ করে বিসিবিকে চিঠি পাঠায় আইসিসির নিরাপত্তা বিভাগ। ওই চিঠির বরাতে বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, ডিসেম্বরে টি–টোয়েন্টি বিশ্বকাপের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা সম্পন্ন করা হয়। সেখানে পুরো টুর্নামেন্টের ঝুঁকি মাত্রা ‘মডারেট’ বা মাঝারি হিসেবে উল্লেখ করা হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা ‘মডারেট টু হাই’ বা মাঝারি থেকে উচ্চমাত্রার বলে চিহ্নিত করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বিশ্বকাপ চলাকালে ভারতে বাংলাদেশি সমর্থকদের নিরাপত্তা, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং এ নিয়ে ভারত–বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনও ঝুঁকির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদের মুখে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ পড়েন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। যদিও বিসিসিআই বা আইপিএল ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানায়নি। তবে বাংলাদেশের ধারণা, মুস্তাফিজকে ঘিরে ক্রমবর্ধমান ক্ষোভের জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি–টোয়েন্টি বিশ্বকাপের। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, গ্রুপপর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে।

Leave a Reply