
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবেদনের পরীক্ষামূলক কার্যক্রম গতকাল মঙ্গলবার রাত ১২টার পর থেকে শুরু হয়েছে। দেশের বিভিন্ন এমপিও প্রত্যাশী শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আজ বুধবার সকাল ১০টা থেকে আবেদন করতে পারছে।
জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ এর আলোকে ২০২৫-২৬ অর্থবছরে নতুন প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার লক্ষ্যে এই আবেদন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে বলে জানান উপ-সচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ।
এর আগে, গত ৭ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা গণবিজ্ঞপ্তিতে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) অথবা ব্যানবেইসের ওয়েবসাইট (www.banbeis.gov.bd)-এ গিয়ে (Online MPO Application) লিংকের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।
গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী :
মন্ত্রণালয়রে গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ এর আলোকে এই আবেদন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।
সরাসরি আবেদন করা যাবে না: গণবিজ্ঞপ্তি অনুযায়ী, কোনো আবেদন সরাসরি (হার্ডকপি), ই-মেইল বা চিঠির মাধ্যমে গ্রহণ করা হবে না। শুধুমাত্র অনলাইন লিংকের মাধ্যমে নির্দেশিকা অনুসরণ করে, আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন গ্রহণের ক্ষেত্রে সরকার যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা সংরক্ষণ করে।
আগামী ২৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে আবেদন করার সুযোগ থাকবে বলে জানান উপ-সচিব।



