
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের পঞ্চম দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এদিন নির্বাচন কমিশন (ইসি) মোট ১০০ জন প্রার্থীর আপিল শুনানি গ্রহণ করে, যার মধ্যে ৭৩ জনের আপিল মঞ্জুর করা হয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২) এ এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
ইসি সূত্র জানায়, বিভিন্ন কারণে ১৭ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। পাশাপাশি আপিলের বিরুদ্ধে করা আরও ১০ আপিল অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
এর আগে গতকাল সোমবার ইসিতে ১৪১ থেকে ২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। আজ সোমবার (১২ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। আর আগামীকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২৮১ থেকে ৩৫০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



