শিরোনাম
নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী বরিশালে গণপূর্তে ঘুষ-চেক বাণিজ্যের অভিযোগ-চার ফ্যাসিস্ট কর্মকর্তা বাঁচাতে তৎপর তেলবাজ সাংবাদিক চক্র! মোহাম্মদ ইকবাল হোসেন, কুমিল্লার বুড়িচং প্রতিনিধি মিঠাপুকুরে গ্রামীণ কাঁচা রাস্তা গিলে খাচ্ছে ফারুকের ইটভাটা জনদুর্ভোগে লোহনীবাসী রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ রংপুরে আলী রীয়াজ ১২ বছর বয়সী ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, অতঃপর… নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ যশোরে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক আমিরাতে রাজকীয় ক্ষমা পেলেন ৪৪০ বাংলাদেশি বন্দি

কলেজছাত্র মাসুম হত্যা মামলায় হাসিনা–কাদের–কামালসহ ২১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Chif Editor

অনলাইন ডেস্ক :- ফেনীতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় কলেজছাত্র মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক মোহাম্মদ হাসান অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়ে এ আদেশ দেন। এর মাধ্যমে ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া ২২টি মামলার মধ্যে প্রথম কোনো মামলার চার্জশিট গ্রহণ করলো আদালত।

গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃতদের মধ্যে আরও রয়েছেন— ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এবং ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩১ জুলাই ২১৭ জনের বিরুদ্ধে ফেনী সদর আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। নির্ধারিত দিনে শুনানি শেষে আদালত আদেশের জন্য বিষয়টি অপেক্ষমাণ রাখেন। পরবর্তীতে বুধবার অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ঘোষিত অসহযোগ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন কলেজছাত্র মাহবুবুল হাসান মাসুম। পরে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মাসুম সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের তরাব পাটোয়ারী বাড়ির বাসিন্দা। তিনি মৃত মাওলানা নোমান হাসানের ছেলে এবং ছাগলনাইয়ার আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ থেকে বাংলায় স্নাতক সম্পন্ন করেছিলেন।

এ ঘটনায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর নিহতের ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৬২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়।

Leave a Reply