
অনলাইন ডেস্ক :- যশোরে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের রোহিঙ্গা দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার সকালে শহরতলীর রাজারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের ছাব্বির আহমেদের মেয়ে সকিনা আক্তার (৩০) এবং বি-ব্লকের ফজল আহমেদের মেয়ে শুকুতারা।
উপপরিচালক জানান, তারা কক্সবাজার থেকে চারজন একসঙ্গে যাত্রা শুরু করেন। প্রথমে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নামেন। পরে আটক দুই নারী বুধবার লেগুনাযোগে যশোর শহরের উদ্দেশে রওনা হন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে নির্ধারিত স্থান থেকে তাদের আটক করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।



