শিরোনাম
একাধিক অভিযোগে অভিযুক্ত ব্যক্তির ময়মনসিংহে সংগঠিত অপরাধ কর্মকান্ডের চিত্র নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী বরিশালে গণপূর্তে ঘুষ-চেক বাণিজ্যের অভিযোগ-চার ফ্যাসিস্ট কর্মকর্তা বাঁচাতে তৎপর তেলবাজ সাংবাদিক চক্র! মোহাম্মদ ইকবাল হোসেন, কুমিল্লার বুড়িচং প্রতিনিধি মিঠাপুকুরে গ্রামীণ কাঁচা রাস্তা গিলে খাচ্ছে ফারুকের ইটভাটা জনদুর্ভোগে লোহনীবাসী রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ রংপুরে আলী রীয়াজ ১২ বছর বয়সী ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, অতঃপর… নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ যশোরে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

যশোরে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

Chif Editor

অনলাইন ডেস্ক :- যশোরে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজারের রোহিঙ্গা দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার সকালে শহরতলীর রাজারহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভীন আখতার বুধবার বিকেলে জানান, সকাল ৭টা ২০ মিনিটে রাজারহাটে অবস্থিত বিকে সিটি হোটেল অ্যান্ড রিসোর্টের সামনে থেকে ওই দুই নারীকে আটক করা হয়।

আটকরা হলেন— কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের ছাব্বির আহমেদের মেয়ে সকিনা আক্তার (৩০) এবং বি-ব্লকের ফজল আহমেদের মেয়ে শুকুতারা।

উপপরিচালক জানান, তারা কক্সবাজার থেকে চারজন একসঙ্গে যাত্রা শুরু করেন। প্রথমে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নামেন। পরে আটক দুই নারী বুধবার লেগুনাযোগে যশোর শহরের উদ্দেশে রওনা হন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে নির্ধারিত স্থান থেকে তাদের আটক করে।

এ সময় তাদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের ব্যাগে ৬ হাজার এবং অপরজনের ব্যাগে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পাশাপাশি তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

Leave a Reply