
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জুলাই গণ–অভ্যুত্থানকারীদের দায়মুক্তি সংক্রান্ত একটি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘জুলাই গণ–অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ’ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে এ অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, জুলাই ও আগস্ট মাসে সংঘটিত এসব কার্যাবলীর ক্ষেত্রেই দায়মুক্তি প্রযোজ্য হবে। এ সময়ের মধ্যে জুলাই গণ–অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে যদি কোনো ফৌজদারি মামলা থেকে থাকে, তবে তা প্রত্যাহারের উদ্যোগ নেবে সরকার। পাশাপাশি এখন থেকে তাদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা করা যাবে না।
যদিও আইন উপদেষ্টা স্পষ্ট করে বলেন, রাজনৈতিক প্রতিরোধের নামে যদি ব্যক্তি বা সংকীর্ণ স্বার্থে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকে, সেসব ক্ষেত্রে এই দায়মুক্তি কার্যকর হবে না। এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফৌজদারি মামলার আওতায়ই রাখা হবে।
আসিফ নজরুল বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত কোনো হত্যাকাণ্ড যদি অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত না হয় এবং তা লোভ, প্রতিশোধপরায়ণতা বা সংকীর্ণ স্বার্থ থেকে ঘটে থাকে, তবে এই আইনের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে দায়মুক্তি দেওয়া হবে না।

