
অনলাইন ডেস্ক :- ভারতের সংখ্যালঘু মুসলমান ও খ্রিস্টানদের বিরুদ্ধে উগ্র হিন্দুদের ধর্মীয় বিদ্বেষ বাড়ছে আশঙ্কাজনক হারে। ২০২৫ সালে মুসলমান ও খ্রিস্টানদের বিরুদ্ধে ‘হেট স্পিচের’ ঘটনা ঘটেছে ১ হাজার ৩০০-র বেশি, যা ২০২৪ সালের তুলনায় ১৩ শতাংশ বেশি। এর বেশির ভাগ ঘটনা ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যগুলোতে।
প্রতিবেদনে বলা হয়, ভারতের ২১টি রাজ্যে ধর্মীয় সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিম ও খ্রিস্টানদের লক্ষ্য করে প্রায় ১ হাজার ৩১৮টি ঘৃণামূলক বক্তব্যের (হেট স্পিচ) ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৪ সালের তুলনায় ‘হেট স্পিচ’ বেড়েছে ১৩ শতাংশ এবং ২০২৩ সালের তুলনায় ৯৭ শতাংশ, যখন ৬৬৮টি এ ধরনের ঘটনা রেকর্ড করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, ‘মোট ১ হাজার ২৮৯টি হেট স্পিচ, অর্থাৎ ৯৮ শতাংশ মুসলিমদের লক্ষ্য করে করা হয়েছে। আর ১৩৩টি ক্ষেত্রে হয়েছে খ্রিস্টানদের সঙ্গে, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি।’
বেশির ভাগ ঘৃণামূলক বক্তব্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যগুলোতে ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সব ঘৃণামূলক বক্তব্যের ঘটনার প্রায় ৮৮ শতাংশ (১,১৬৪) বিজেপি শাসিত রাজ্যে, বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট শাসিত রাজ্য এবং বিজেপি শাসিত কেন্দ্র শাসিত অঞ্চলগুলোতে ঘটেছে। ২০২৪ সালে এই অঞ্চলগুলোতে রেকর্ড করা ৯৩১টি ঘটনার তুলনায় এটি ২৫ শতাংশ বেড়েছে।
উত্তর প্রদেশে ২৬৬, মহারাষ্ট্রে ১৯৩, মধ্যপ্রদেশে ১৭২, উত্তরাখণ্ডে ১৫৫ এবং দিল্লিতে ৭৬টি সর্বাধিকসংখ্যক ঘৃণামূলক বক্তব্যের ঘটনা রেকর্ড করা হয়েছে, যা দেশব্যাপী সব ঘটনার ৬৫ শতাংশ।
বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল – উভয়ই উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী ২৮৯টি ‘হেট স্পিচের’ ঘটনার সঙ্গে যুক্ত, তারপরেই রয়েছে অন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদ (এএইচপি) ১৩৮টি।
২০২৫ সালে নথিভুক্ত ১৩১৮টি ঘৃণামূলক বক্তৃতার প্রায় অর্ধেক ‘লাভ জিহাদ’, ‘ভূমি জিহাদ’ এবং ‘জনসংখ্যা জিহাদ’ এর মতো ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছিল, যা আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে উদ্বেগজনকভাবে। একই সময়ে, ৩০৮টি বক্তৃতায় সহিংসতার স্পষ্ট আহ্বান ছিল, ১৩৬টিতে সরাসরি অস্ত্র ব্যবহারের আহ্বান ছিল।
২০২৫ সালে সংখ্যালঘু সম্প্রদায়, প্রধানত মুসলিমদের বয়কটের আহ্বান জানিয়ে ১২০টি বক্তব্য এবং মসজিদ, মাজার এবং গির্জা অপসারণ বা ধ্বংস করার আহ্বান জানিয়ে ২৭৬টি বক্তব্য দিতে দেখা গেছে।


