
তেজগাঁও কলেজ প্রতিনিধিঃ
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
আজ শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা চলাকালীন সময়ে তেজগাঁও কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পরীক্ষা সংশ্লিষ্টরা। আটক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইসসহ ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে পরীক্ষার্থীকে তল্লাশি করা হয়। এ সময় তার কানের ভেতরে একটি ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্র কর্তৃপক্ষ আটক করে।
কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনকে অবহিত করা হয়েছে, তাদের একটি টিমও উপস্থিত ছিল।
এ ঘটনায় পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে। ফলে পরীক্ষা কেন্দ্রগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।


