
অনলাইন ডেস্ক :- রাজধানীর মিরপুরে উত্তর সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত মার্কেটের নিচতলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ প্রাথমিকভাবে এটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, মিরপুর-১০ উত্তর সিটি করপোরেশনের পরিত্যক্ত একটি মার্কেটের নিচতলা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।



