শিরোনাম
আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: রুমিন ফারহানা পাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপায় হত্যা, আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ধাক্কায় আহত ওসি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা তারেক রহমানের সঙ্গে নেপাল-ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক স্মরণ সভা জাসাসের পাবনা-০৩ আসনে আচরণবিধি লঙ্ঘন, তুহিন কে শোকজ ঈশ্বরদী এসোসিয়েশনের পক্ষ থেকে শীতার্ত মানুষের জন্য পাঠানো শীতবস্ত্র হস্তান্তর

মিরপুরে সিটি করপোরেশনের পরিত্যক্ত মার্কেট থেকে লাশ উদ্ধার

Chif Editor

অনলাইন ডেস্ক :- রাজধানীর মিরপুরে উত্তর সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত মার্কেটের নিচতলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ প্রাথমিকভাবে এটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, মিরপুর-১০ উত্তর সিটি করপোরেশনের পরিত্যক্ত একটি মার্কেটের নিচতলা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছরের বেশি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।বর্তমানে ঘটনাস্থলে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি দল আইন অনুযায়ী কাজ করছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার পাশাপাশি নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
অপর এক প্রশ্নের উত্তরে ওসি আলমগীর জাহান জানান, এই পরিত্যক্ত উত্তর সিটি করপোরেশনের মার্কেটে আগেও একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। থানার দায়িত্ব নেওয়ার পর পূর্ববর্তী রেকর্ড পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরনে জিন্স প্যান্ট ও শার্ট ছিল। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Leave a Reply