
অনলাইন ডেস্ক :- রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালাতে গিয়েই গাড়িচাপায় পেট্রোল পাম্পের কর্মী রিপন সাহা (২৮) মারা যাওয়ার কথা আদালতে স্বীকার করেছেন আসামিরা। স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালত প্রধান আসামিসহ দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।
আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. মহসিন হাসান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় গাড়িচালক কামাল হোসেনের স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন। পরে প্রধান আসামি আবুল হাশেম সুজন ও কামাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় নিহতের ছোট ভাই লিটন সাহা বাদী হয়ে রাজবাড়ী থানায় হত্যা ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। নিহত রিপন সাহার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামে। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, আদালতে চালকের স্বীকারোক্তির পর দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।


