শিরোনাম
বরিশালের সেচরা আন্ডারওয়ার্ল্ডে নতুন রাজা দাও মাসুদ যখন সিটি কিং হবার চেস্টায়! কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরী ও ইয়াছিনের ঐক্যবদ্ধ বৈঠক অনুষ্ঠিত ফটিকছড়িতে শিক্ষার্থীদের পাশে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি, উপকৃত ১২০ জন আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: রুমিন ফারহানা পাম্পের কর্মী রিপন সাহাকে গাড়িচাপায় হত্যা, আদালতে চাঞ্চল্যকর তথ্য দিলেন আসামিরা শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ধাক্কায় আহত ওসি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা তারেক রহমানের সঙ্গে নেপাল-ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রধান উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান বৈধতা পেলেন রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী

বরিশালের সেচরা আন্ডারওয়ার্ল্ডে নতুন রাজা দাও মাসুদ যখন সিটি কিং হবার চেস্টায়!

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর যাদের রাজনৈতিক ছায়া সরে গেছে, তাদের কেউ কেউ গর্তে ঢুকেছে,আর কেউ কেউ বের হয়েছে আরও হিংস্র রূপে। সেই তালিকার এক নম্বর নাম এখন চিহ্নিত সন্ত্রাসী কালা মাসুদ ওরফে আকাশ।

 

সময়-অসময়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, দম্ভোক্তি, পুলিশের বিরুদ্ধে খিস্তিখেউর,সব মিলিয়ে সে নিজেকে ভাবছে যেন বরিশালের অলিখিত শাসক!

 

ঘটনা জানতে ফোন করলেই হুমকি!শুক্রবার রাতের সশস্ত্র সন্ত্রাসের ঘটনা জানতে ফোন করা হলে কালা মাসুদ যা বলেছে, তা শুনলে আইন শৃঙ্খলানয়,আইনটাই লজ্জায় পড়ে যায়!

 

পুলিশ করার টাইম নাই!আপনি ফোন করছেন কেন? আপনার বিষয়টাও দেখতে হবে! আমি দাও মাসুদ, সিটি কিং!এই বক্তব্যের পর নতুন করে আর প্রমাণ লাগে না,এই যুবক যে কোনো মাপের সন্ত্রাসী, তা সে নিজেই ঘোষণা দিয়েছে!পুলিশ জানে, কিন্তু সন্ত্রাসী পালায়!

 

ঘটনাস্থল সংশ্লিষ্ট স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মো. নাসিম জানান,ঘটনা শোনার পরই পুলিশ পাঠানো হয়েছিল, কিন্তু তার আগেই মাসুদ সাঙ্গপাঙ্গ নিয়ে পালিয়ে যায়।

 

তবে তিনি দৃঢ় কণ্ঠে বলেন,বরিশাল শহরে সন্ত্রাসের কোনো জায়গা নেই।তাকে যে কোনো মূল্যে আইনের আওতায় আনতে হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষেরও স্পষ্ট নির্দেশনা আছে।

 

কমিশনারও বিস্মিত,তবে ছাড় নয়!কালা মাসুদের সাম্প্রতিক সশস্ত্র তাণ্ডব শুনে অবাক হয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম নিজেও।তিনি স্পষ্ট ভাষায় জানান,এ ধরনের সন্ত্রাস বা সন্ত্রাসীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। সে তালিকাভুক্ত সন্ত্রাসী।নতুন করে অপরাধ করেছে,অবশ্যই আইনের আওতায় আসতে হবে।

 

এতেই পরিষ্কার,মাঠ পুলিশ থেকে শীর্ষ কর্মকর্তা পর্যন্ত সবাই জানে, সিটি কিংআসলে কাগুজে রাজা,আইনের কাছে সে কেবল একজন আসামি।

 

আইনশৃঙ্খলা বাহিনীর ধৈর্য এখন ওষ্ঠাগত!
শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বক্তব্যেই বোঝা যায়, কালা মাসুদের দম্ভ আর দাপট আর সহ্য করার মতো অবস্থায় নেই প্রশাসন। ফলে ধারণা করা যায়,খুব শিগগিরই দাও মাসুদ থেকে হাজতবাসী মাসুদ-এ রূপান্তর ঘটতে চলেছে!

 

পরিশেষে বলা,রাজপথ না জেলখানা?
বরিশালবাসী এখন অপেক্ষায়,এই নতুন সন্ত্রাসীকে পুলিশ প্রশাসন আদৌ আটকাতে পারে কি না। দম্ভের রাজনীতি আর বন্দুকের ভাষা দিয়ে শহর চালানোর দিন যে শেষ,সে বার্তাই দিতে হবে এবার।

 

পরবর্তী পর্বে আসছে..রিফিউজি কলোনির আরেক মহাবীর,নাক-কাটা রুবেল,আর ফ্যাসিস্টপরিচয়ধারী বন্দুকবাজ,পিস্তল রকির পূর্ণ আমলনামা, তথ্য-প্রমাণসহ!

Leave a Reply