
মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের পাঁচ কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে চলছে শোকের মাতম।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুরের ঘটকচরে সার্বিক পরিবহনের সঙ্গে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।
নিহতদের মধ্যে ৫ জন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।তারা সবাই নিজ গ্রাম থেকে মাদারীপুরে শ্রম বিক্রি করে বাড়ি ফিরছিলেন।
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, একই গ্রামে ৫ কিষাণী নিহত হওয়ার ঘটনাটি খুবই হৃদয় বিদারক। নিহতদের মরদেহ গুলো রাতেই নিয়ে আসা হয়েছে।বর্তমানে শেষকৃত্যের কাজ চলছে।



