শিরোনাম
এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির কার্যক্রম স্থগিত চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় ব্যাব সদস্য নিহত, আটক ৭ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে।গৌরনদীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান! বাংলাদেশ–মালদ্বীপ বাণিজ্য ও বিনিয়োগ জোরদারের পথে : মোহাম্মদ মাহামুদুল পাবনার ফরিদপুরে সুরাইয়া হত্যার রহস্য উদঘাটন: দুই আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ; ব্র্যাকের মানবিক উদ্যোগ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ চলছে: পরিবেশ উপদেষ্টা ‘গণভোট রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে আমূল পরিবর্তন আনবে’ আত্মগোপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

সড়ক দুর্ঘটনায় একই গ্রামের ৫ জন নিহত, গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম

Chif Editor

মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের পাঁচ কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে চলছে শোকের মাতম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুরের ঘটকচরে সার্বিক পরিবহনের সঙ্গে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।

নিহতদের মধ্যে ৫ জন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।তারা সবাই নিজ গ্রাম থেকে মাদারীপুরে শ্রম বিক্রি করে বাড়ি ফিরছিলেন।

পাইকেরবাড়ী গ্রামের কলেজ ছাত্রী পান্না বাড়ৈ বলেন, আমাদের গ্রামের পলাশ বাড়ৈ স্ত্রী দুলালী বাড়ৈ (৪২), জয়ন্ত বাড়ৈ স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈ স্ত্রী আভা বাড়ৈ(৬৫), রঞ্জিত বাড়ৈ স্ত্রী শেফালী বাড়ৈ(৪৫), পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০) রোববার ভোরে দিন মজুরের কাজ করতে মাদারীপুরে যায়। সেখান থেকে ইজিবাইকে ফেরার পথে ঘটকচর নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনা স্থলেই ৭ জন নিহত হয়। নিহতদের মধ্যে কোটালীপাড়ারই ৫ জন কৃষানী রয়েছেন।

একই গ্রামের গৃহিনী কাজল বাড়ৈ বলেন,আমাদের এলাকার অনেকেই দিন মজুরের কাজ করতে মাদারীপুরের অনেক এলাকায় কাজ করতে যায়। গতকাল ভোরে দুলালী,অনিতা,আভা,শেফালী,কামনা কাজ করতে গিয়ে ফিরে এলো লাশ হয়ে। আমরা এলাকাবাসী নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপুরণ দাবী করছি।

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, একই গ্রামে ৫ কিষাণী নিহত হওয়ার ঘটনাটি খুবই হৃদয় বিদারক। নিহতদের মরদেহ গুলো রাতেই নিয়ে আসা হয়েছে।বর্তমানে শেষকৃত্যের কাজ চলছে।

Leave a Reply