
গণভোটে কেউ লাভবান বা কেউ ক্ষতিগ্রস্থ হবেন না। গণভোট রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে আমূল পরিবর্তন আনবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম। তিনি বলেন, নির্বাচিত হয়ে সরকার যেমন ইচ্ছে তেমন করতে পারবে না।
আজ সোমবার (১৯ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফারুক-ই-আজম বলেন, গণভোটের প্রেক্ষিতে আগামীতে নির্বাচনে যেই সরকার আসবে, সেই সরকার আগের মত কখনো স্বৈরাচারী সরকার হইতে পারবে না। তিনি বলেন, গণভোটই নির্ধারণ করে দিবে কী ধরণের চরিত্রের সরকার আমাদের হবে।
পরে তিনি জেলার পশ্চিম দোগাছি গ্রামে ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এ সময় গণভোটে হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহবান জানান।



