শিরোনাম
গণভোট হবে দেশ পরিবর্তনের সুবর্ণ সুযোগ: সৈয়দা রিজওয়ান হা-না ভোট, সকলকে সহজ করে বোঝাতে হবে: শারমীন মুরশিদ বোঝানোর মাধ্যমেই ‘হ্যাঁ’ ভোটে উৎসাহিত করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত অনেক বাসর রাতে বউ বদল গ্রেফতার বর ফটিকছড়ি ভূজপুর থানার বিশেষ অভিযানে ৯টি দেশীয় একনলা বন্দুক উদ্ধার কুমিল্লার ভাটপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শিশু ও পরিবারের পাশে বিএনপি নেতারা সেই সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন আটজন, আছে হেভিওয়েট নামও জাতীয় পার্টি থেকে ১৯৬ প্রার্থী নির্বাচনে বৈধতা পেয়েছেন: জি এম কাদের

সন্ত্রাস ও ডাকাতির অভয়ারণ্য সাইনবোর্ডের মিতালি মার্কেট, নেপথ্যে প্রভাবশালী নেতা

Chif Editor

দীপা আক্তার, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড সংলগ্ন মিতালী মার্কেটে চুরি ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, প্রতি সপ্তাহে এক থেকে দুইবার চুরি কিংবা ডাকাতির ঘটনা ঘটছে, যার ফলে মার্কেটজুড়ে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। সর্বশেষ গত ১৮ জানুয়ারি রোববার রাতে মার্কেটে ফের একটি দুর্ধর্ষ চুরি ও ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, জয়নাল আবেদীন ফারুক নামে এক ব্যক্তি প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে নিয়মিত চাঁদাবাজি করে আসছে। অভিযোগ অনুযায়ী, তিনি নিজেকে মিতালী মার্কেটের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে একাধিক বহিরাগত সন্ত্রাসীকে ব্যবহার করে ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন ও অর্থ আদায় করছেন।

ব্যবসায়ীদের দাবি, জয়নাল আবেদীন ফারুক একসময় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার সহযোগী শাহ নিজামের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। অতীতেও তার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন। বর্তমানে তিনি নিজেকে মার্কেট কমিটির সাধারণ সম্পাদক দাবি করে একটি বেপরোয়া চক্রের মাধ্যমে প্রকাশ্যেই চাঁদা আদায় করছেন।

একাধিক ব্যবসায়ী ভিডিও সাক্ষাৎকারে অভিযোগ করেন, সপ্তাহে দুই থেকে তিনবার ওই চক্র মার্কেটে এসে দোকানিদের হুমকি দিয়ে টাকা আদায় করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে দোকান ভাঙচুর, লুটপাট এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে তারা অভিযোগ করেন।

ব্যবসায়ীরা আরও জানান, এসব বিষয়ে একাধিকবার মিতালী মার্কেটের দায়িত্বপ্রাপ্ত কমিটিকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঘটনার সঙ্গে সন্দেহভাজন হিসেবে ‘মানিক’ নামে পরিচিত এক ব্যক্তির দল এবং জয়নাল আবেদীন ফারুকের নাম উঠে এসেছে।

এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে জয়নালের একটি সাক্ষাৎকারে তিনি নিজেকে এসব কর্মকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন । তবে এ বিষয়ে জয়নাল আবেদীন ফারুকের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে ভুক্তভোগীরা জানান, তারা এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। নিরীহ ব্যবসায়ীরা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চাঁদাবাজ ও ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply