শিরোনাম
ঠাকুরগাঁওয়ে টাংগন ইউনিয়ন ক্লাব ও নৈশ বিদ্যালয়ের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত গণভোট হবে দেশ পরিবর্তনের সুবর্ণ সুযোগ: সৈয়দা রিজওয়ান হা-না ভোট, সকলকে সহজ করে বোঝাতে হবে: শারমীন মুরশিদ বোঝানোর মাধ্যমেই ‘হ্যাঁ’ ভোটে উৎসাহিত করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত অনেক বাসর রাতে বউ বদল গ্রেফতার বর ফটিকছড়ি ভূজপুর থানার বিশেষ অভিযানে ৯টি দেশীয় একনলা বন্দুক উদ্ধার কুমিল্লার ভাটপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শিশু ও পরিবারের পাশে বিএনপি নেতারা সেই সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন আটজন, আছে হেভিওয়েট নামও

কুমিল্লার ভাটপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শিশু ও পরিবারের পাশে বিএনপি নেতারা

Chif Editor

মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি, কুমিল্লা প্রতিনিধি :- কুমিল্লা নগরীর ১নং ওয়ার্ডের ভাটপাড়া এলাকার মাস্টার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশু দগ্ধ হওয়ার ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ সৃষ্টি হয়েছে। হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ায় বসতঘরটি দ্রুত আগুনের কবলে পড়ে। এতে ঘরে থাকা দুই শিশু গুরুতরভাবে দগ্ধ হয় এবং ঘরের আসবাবপত্রসহ মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগে পড়ে।

ঘটনার খবর পেয়ে সাবেক কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু এবং যুবদল নেতা কাজী জামান দ্রুত অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন করেন। তারা দগ্ধ শিশুদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় তারা পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন এবং দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরিদর্শনকালে মানবিক সহায়তার অংশ হিসেবে মনিরুল হক সাক্কু দগ্ধ শিশুদের চিকিৎসা ও পরিবারের জরুরি প্রয়োজনে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন। পাশাপাশি যুবদল নেতা কাজী জামান নগদ ১০ হাজার টাকা সহায়তা দেন। তারা উভয়েই বলেন, এই অসহায় পরিবারটি যেন একা না পড়ে, সে জন্য ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

মনিরুল হক সাক্কু বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান সকলের প্রতি সহযোগিতার আহ্বান জানান তিনি। কাজী জামান বলেন, মানবিকতার জায়গা থেকেই যুবদল সবসময় বিপদগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী সহায়তাদানকারী নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দগ্ধ শিশুদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Leave a Reply