
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোট দেশ পরিবর্তনের একটি সুবর্ণ সুযোগ। জনগণকে ক্ষমতায়িত করা, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমেই দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব হবে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করা হলে দেশের নাগরিক হিসেবে অধিকার চর্চার পথে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো দূর হবে।
তিনি আরও বলেন, গণভোটের সময় নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে আবারও অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সব দিক থেকেই সরকার সতর্ক রয়েছে।
উপদেষ্টা রিজওয়ানা আরও বলেন, গত ১৬ বছর যারা শাসন করেছে, তাদের লোকজন বিভিন্ন পর্যায়ে রয়ে গেছে। তাই পতিত স্বৈরাচারের দোসররা যে ভীতি ছড়ানোর চেষ্টা করছে, সে ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
এর আগে উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে ভোটের গাড়ি ক্যারাভানের উদ্বোধন করেন। পরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন তিনি।


