শিরোনাম
ঠাকুরগাঁওয়ে টাংগন ইউনিয়ন ক্লাব ও নৈশ বিদ্যালয়ের প্রয়াত সদস্যদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত গণভোট হবে দেশ পরিবর্তনের সুবর্ণ সুযোগ: সৈয়দা রিজওয়ান হা-না ভোট, সকলকে সহজ করে বোঝাতে হবে: শারমীন মুরশিদ বোঝানোর মাধ্যমেই ‘হ্যাঁ’ ভোটে উৎসাহিত করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা রাজধানীতে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত অনেক বাসর রাতে বউ বদল গ্রেফতার বর ফটিকছড়ি ভূজপুর থানার বিশেষ অভিযানে ৯টি দেশীয় একনলা বন্দুক উদ্ধার কুমিল্লার ভাটপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শিশু ও পরিবারের পাশে বিএনপি নেতারা সেই সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন আটজন, আছে হেভিওয়েট নামও

গণভোট হবে দেশ পরিবর্তনের সুবর্ণ সুযোগ: সৈয়দা রিজওয়ান

Chif Editor

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণভোট দেশ পরিবর্তনের একটি সুবর্ণ সুযোগ। জনগণকে ক্ষমতায়িত করা, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা এবং সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমেই দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব হবে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করা হলে দেশের নাগরিক হিসেবে অধিকার চর্চার পথে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো দূর হবে।

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা, স্বপ্ন এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার ভিত্তি স্থাপন করাই এই গণভোটের মূল লক্ষ্য। এ সময় তিনি সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশকে ইতিবাচকভাবে পরিবর্তনের যে সুযোগ এসেছে, তা সৎভাবে কাজে লাগাতে হবে। সংস্কার ও পরিবর্তনের পক্ষে এবং জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ৯০ শতাংশ ভোট কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরে ক্যামেরা সংযুক্ত থাকবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আগেই অপরাধীরা সতর্ক হয় এবং ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

তিনি আরও বলেন, গণভোটের সময় নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে আবারও অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সব দিক থেকেই সরকার সতর্ক রয়েছে।

উপদেষ্টা রিজওয়ানা আরও বলেন, গত ১৬ বছর যারা শাসন করেছে, তাদের লোকজন বিভিন্ন পর্যায়ে রয়ে গেছে। তাই পতিত স্বৈরাচারের দোসররা যে ভীতি ছড়ানোর চেষ্টা করছে, সে ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আখতার ও রিয়াসাদ আল ওয়াসিফ, তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার ফারহানা রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিনসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

এর আগে উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে ভোটের গাড়ি ক্যারাভানের উদ্বোধন করেন। পরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে আয়োজিত একটি বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন তিনি।

Leave a Reply