শিরোনাম
কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ কুমিল্লায় শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো গড়তে চাই নতুন ও নিরাপদ বাংলাদেশ: তারেক রহমান এবার ব্যালট ছিনতাই অসম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন-গণভোট উপলক্ষ্যে চট্টগ্রাম ও কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান সিলেটে জনাব তারেক রহমানের জনসভায় উৎসবমুখর পরিবেশে জমে উঠছে জনসমুদ্র ঘিওরে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম পাবনার ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াত নেতা, এড. মাসুদুল হক মাসুম পিস্তল ও চাকুসহ গ্রেফতার-০২

শুক্রবার নারায়ণগঞ্জ আসছেন ইসলামি আন্দোলনের আমীর মুহাম্মাদ রেজাউল করীম

Chif Editor

দীপা আক্তার, নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি :- ‎ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরামানাই) আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জে আসছেন। এদিন তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

‎জানা গেছে, নারায়ণগঞ্জের কাঁচপুর বালু মাঠে আয়োজিত এই নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, সাবেক রাষ্ট্রদূত আলহাজ্ব গোলাম মসীহ। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে।

‎এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি সুলতান মাহমুদ এক বিবৃতিতে জানান, “আগামীকালের নির্বাচনী জনসভা সফল করতে দলের সকল স্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, এই জনসভা নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎নেতৃবৃন্দের মতে, পীর সাহেব চরামানাইয়ের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এই জনসভা এলাকায় ব্যাপক সাড়া ফেলবে এবং ইসলামী আন্দোলনের সাংগঠনিক শক্তি আরও আস্থা রাখবে।

Leave a Reply