শিরোনাম
বিনা পয়সায় ভোট দেবেন,পাঁচ বছর বিনা পয়সায় সার্ভিস দেবো: হাসনাত আব্দুল্লাহ খেলাধুলার চর্চা নেই বলে সন্ত্রাস-মাদক-চাঁদাবাজি বেড়ে গেছে: মির্জা আব্বাস ১০ দলীয় জোটের প্রধানমন্ত্রী প্রার্থী কে? টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ৩৫ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে সবাই ছাড় দিচ্ছে: ট্রাম্প সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যারা এখনো বিভ্রান্তিমূলক রাজনীতি করছে, জনগণ তাদের আর সুযোগ দেবে না: সালাহউদ্দিন পাবনার ভাঙ্গুড়ার গুমানি নদীতে বাঁশের বেড়া দিয়ে চুরি, ডাকাতি ঠেকাতে গ্রামবাসীর উদ্যোগ ডিবির পৃথক অভিযান: ১৪ লক্ষ টাকার হেরোইন ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪ কুমিল্লা সীমান্তে অবৈধ ভারতীয় শাড়ি ও থ্রি-পিস জব্দ

ডিবির পৃথক অভিযান: ১৪ লক্ষ টাকার হেরোইন ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪

Chif Editor

নওগাঁ জেলা প্রতিনিধি :-  নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁ পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন, ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মাইক্রোবাসসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, প্রথম অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি মাইক্রোবাসযোগে শান্তাহার এলাকা থেকে হেরোইন নিয়ে কয়েকজন ব্যক্তি নওগাঁ শহরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল নওগাঁ সদর থানাধীন তুলশীগঙ্গা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেয়।

একই দিন রাত আনুমানিক ৬টা ১০ মিনিটে একটি সাদা রঙের নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১১-৯৭৩৮) তুলশীগঙ্গা ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়িতে থাকা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কাজিগ্রাম গ্রামের দুরুল ইসলামের ছেলে সেজাউল (৪১) এবং রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ফতেপুর গ্রামের কাওছার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৯)–এর দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৫০ গ্রাম করে মোট ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা।
এ সময় তাদের সহযোগী হিসেবে মাইক্রোবাসের চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আসানপুর গ্রামের সাবু বর্মনের ছেলে ডুমন বর্মন (২৭)–কেও গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক বহনে ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১১টার দিকে অপর একটি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি নওগাঁর আরেকটি দল নওগাঁ সদর থানাধীন পাহাড়পুর বাজার এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কাশিমালা গ্রামের অছিম উদ্দিনের ছেলে ইমরান হোসেন (৪৪)–এর দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply