
কুমিল্লা প্রতিনিধি :- কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কৃষ্ণপুরে কৃষি জমি কেটে উওর মাঝিগাছা, পিরাতলী মাঝামাঝি ধানী জমি ভরাটের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, কৃষ্ণপুর গ্রামের বদিউল আলম বালি ও মাঝিগাছা গ্রামের মাটি ব্যাবসায়ী হিসেবে পরিচিত মোঃ আলম ও তার ভাই আনোয়ারের মাধ্যমে সরকারী বিধি অমান্য করে, সরকারী অনুমোদন বিহীন কৃষ্ণপুর মৌজার আবাদী জমি কেটে মাঝি গাছা -পিরাতলী উওর মাঝিগাছা জনতার বাজারের সংযোগ সড়কের পূর্ব পাশে ধানী জমি ভরাট করছে। ভরাটের বিষয়ে ধানী জমি ভরাট ও জমি খনন করার সরকারের অনুমোদন নেয়া হয়েছে কিনা, প্রশ্ন করায় মাটি ব্যাবসায়ী আনোয়ার ক্ষিপ্ত হয়ে বলেন, একজন সাবেক বিডিআর তাদের মাটি কাটার তত্ত্বাবধানে মাটি চালিয়ে যাচ্ছেন। মাটি ভরাট ছাড়া ট্রাক্টর দিয়ে মাটি বিক্রির বিষয়ে জানতে চাইলে বদিউল আলম বালী বলেন জমির মালিকের আপত্তি নেই, আপনাদের কি সমস্যা?
স্বর-জমিনে অনুসন্ধানে গিয়ে ভিডিও ও স্থীর চিত্র ধারণ করে পথচারীদের জিজ্ঞেস করলে,নাম প্রকাশ না করার শর্তে জানান, যারা মাটি বিক্রির মহোৎসব চালাচ্ছে তারা এলাকার দাপুটে মানুষ।পরিবেশ দোষন সহ সরকারের কোটি কোটি টাকা ব্যায়ে নির্মিত রাস্তা নষ্ট করছে তা বলার সাহস পাচ্ছে না কেউ। অবৈধ মাটি কাটার বিষয়টি খতিয়ে জেলা প্রশাসন ও আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এটাই স্থানীয়দের দাবী।



