শিরোনাম
জাতীয় পার্টি চাঁদাবাজি, দখলবাজি করে নাই রংপুরে নিজ আসনে জিএম কাদের গোমতী নদীর উত্তর পাড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আশঙ্কা হত্যা শারীরিক প্রতিবন্ধী অটোরিকশা চালক ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটনে গ্রেপ্তার ০৫ মামুন মাহমুদের নীল নকশা বাস্তবায়নে মান্নানকে কব্জার চেষ্টা, বাস্তবায়নের নেতা কর্মীদের অধির অপেক্ষা নারায়ণগঞ্জ বাসীর গোসাইপুর কেজিকে ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুধী সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও যারা দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল: মির্জা ফখরুল ‘ভারতের সঙ্গে বিএনপির চুক্তির দাবিটি ভুয়া’ ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ৮২ হাঁস হলো ভাগ্য পরিবর্তন ও নতুন শান্তির প্রতীক ভারতের মাটিতে বাংলাদেশের খেলা নিয়ে যা বললেন পেসার শরিফুল

ভারতের মাটিতে বাংলাদেশের খেলা নিয়ে যা বললেন পেসার শরিফুল

Chif Editor

অনলাইন ডেস্ক :- ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। কিন্তু ভেন্যু বিতর্ক আর নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে বাংলাদেশের অংশগ্রহণ এখনো অনিশ্চয়তায় ঘেরা।

এই সংকটকালীন সময়ে জাতীয় দলের অন্যতম পেসার শরিফুল ইসলাম জানালেন, বিশ্বকাপে খেলা বা না খেলার পুরো বিষয়টিই নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর।

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত পারফর্ম করা শরিফুল ইসলাম ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে সরাসরি এই ইস্যুতে কথা বলেন।

তিনি জানান, ক্রিকেটারদের প্রধান দায়িত্ব হলো মাঠে সেরাটা দেওয়া। শরিফুলের ভাষায়, ‘বিশ্বকাপে যাওয়া বা না যাওয়া সম্পূর্ণ বিসিবির সিদ্ধান্ত। আমাদের কাজ হলো মাঠে ভালো পারফরম্যান্স দেওয়া।’

তিনি আরও যোগ করেন, ‘বিসিবি আমাদের অভিভাবক। তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা সেটাকে সাধুবাদ জানাই। এই বিষয়ে আমাদের বাড়তি মন্তব্য করার কিছু নেই।’

বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা থাকলেও মাঠের পারফরম্যান্সে শরিফুল ছিলেন অনন্য। চট্টগ্রাম রয়্যালসের হয়ে এই মৌসুমে তিনি বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন। ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তিনি।

বিশেষ করে নোয়াখালীর বিপক্ষে তার মাত্র ৯ রানে ৫ উইকেট শিকার ছিল এই আসরের অন্যতম সেরা স্পেল। পুরো টুর্নামেন্টে তার ইকোনমি রেট (৫.৮৪) এবং বোলিং গড় (১০.০৭) আন্তর্জাতিক মানের বোলারদেরও ঈর্ষার কারণ হতে পারে।

টুর্নামেন্ট সেরা হয়েও পা মাটিতেই রাখছেন এই বাঁহাতি পেসার। নিজের সাফল্য নিয়ে তিনি বলেন, ‘আমার লক্ষ্য ছিল ফিটনেস ধরে রেখে প্রতিটি ম্যাচে ধারাবাহিকভাবে অবদান রাখা। বড় কোনো লক্ষ্য নয়, ছোট ছোট অবদানের মাধ্যমেই দলকে এগিয়ে নিতে চেয়েছি।’

উল্লেখ্য, ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন আইসিসি নাকচ করে দিলেও বিসিবি এখনো ভারতের ভেন্যুতে না খেলার সিদ্ধান্তে অনড়।

Leave a Reply