
অনলাইন ডেস্ক :- বাংলাদেশে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন (এফটিজেড) গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার— এমনটাই জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি জানান, চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় ৬০০ থেকে ৬৫০ একর জমির ওপর এই ফ্রি ট্রেড জোন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে বিনিয়োগ প্রচার সংস্থাগুলোর (আইপিএ) গভর্নিং বোর্ডের চতুর্থ সভার সিদ্ধান্ত নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম এবং আইপিএগুলোর নির্বাহী সদস্যরা।
সংবাদ সম্মেলনে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ফ্রি ট্রেড জোনের জন্য প্রাথমিকভাবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে নির্বাচন করা হয়েছে। প্রায় ৬০০ থেকে ৬৫০ একর জমির ওপর এ জোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ফ্রি ট্রেড জোন কার্যত একটি ‘ওভারসিজ টেরিটরি’ হিসেবে পরিচালিত হবে, যেখানে কাস্টমস সংক্রান্ত বাধ্যবাধকতা ছাড়াই পণ্য সংরক্ষণ, উৎপাদন এবং পুনঃরপ্তানির সুযোগ থাকবে।
তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের টাইম টু মার্কেট সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে কাঁচামাল আমদানি করে দ্রুত উৎপাদন ও রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। উদাহরণ হিসেবে আমেরিকান কটনের ব্যবহার বাড়ানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, দুবাইয়ের জেবেল আলি ফ্রি জোনের আদলে এই ফ্রি ট্রেড জোন গড়ে তোলা গেলে তা বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আটটি আইন ও বিধিমালা সংশোধনের প্রয়োজন হবে। চূড়ান্ত অনুমোদনের জন্য বিষয়টি শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।



