
অনলাইন ডেস্ক :- প্রচারণার প্রথম দিন থেকেই নিজ আসনে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। সেই ধারাবাহিতকতায় আজ সোমবার (২৬ জানুয়ারি) তিনি চষে বেড়াচ্ছেন ৬৫ নম্বর ওয়ার্ডে। সকাল থেকে অত্র ওয়ার্ডের তুষার ধারা এলাকায় গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেছেন নবীউল্লাহ নবী।
গণসংযোগকালে তিনি বলেন, শুধু প্রতিশ্রুতিই নয়, আমরা বাস্তবায়নেও বিশ্বাসী। কথার ফুলঝুরি দিয়ে আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকবো না, ইনশাআল্লাহ যা বলবো তা বাস্তবায়নের চেষ্টাও করবো। আমার এই পথচলায় আপনাদের সহাযোগিতা চাই।
এছাড়া গণসংযোগকালে অত্র ওয়ার্ডের বিভিন্ন নাগরিক বিড়ম্বনা ও সমস্যার কথা শোনেন নবীউল্লাহ নবী। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।



