
অনলাইন ডেস্ক :- চুয়াডাঙ্গা: জামায়াতে ইসলামীর আমি ড. শফিকুর রহমান বলেছেন, চব্বিশের বিপ্লব ছিল বুলেটের বিরুদ্ধে। আসছে ১২ ফেব্রুয়ারির বিপ্লব হবে ব্যালটের। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত ওই জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ১১ দলের ২২টি হাত একত্রিত হয়েছি। অর্থাৎ বাংলাদেশের আপামর জনগণ একত্রিত হয়েছে। এই বাংলাদেশ দুর্নীতিবাজ, দখলবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ ও ফ্যাসিজমের বিরুদ্ধে চিরতরে লাল কার্ড দেখাবে। গণভোটে হ্যাঁ ভোট জিতলে বাংলাদেশ জিতে যাবে, না ভোট জিতলে বাংলাদেশ হেরে যাবে।জামায়াতের আমীর বলেন, দিশেহারা কেউ কেউ জনগণের ভোটে পরাজিত হওয়ার ভয়ে ১১ দলের পক্ষে যেসব মা-বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে, অভদ্র আচরণ করছে।


