শিরোনাম
কেন্দ্র দখলের প্র্যাকটিস ম্যাচ শুরু হয়ে গেছে: হাসনাত নরসিংদীতে চাঁদার জন্য সাংবাদিকদের পিকনিক বাসে হামলা, আহত ১০ আ.লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ দুর্নীতিবাজ দখলবাজ চাঁদাবাজদের লালকার্ড দেখাবে : জামায়াত আমির রংপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত ময়মনসিংহের ব্রহ্মপুত্র থেকে ১৪১৫টি নদ-নদী পরিদর্শন শুরু করল ‘নোঙর’; স্বতন্ত্র নদীসম্পদ মন্ত্রণালয়’ গঠনের দাবি নওগাঁয় আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত ডাকসু নিয়ে বিতর্কিত মন্তব্যের পরও প্রচারণায় সক্রিয় সেই জামায়াত নেতা চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন: পোস্টাল ব্যালট হামলাকারীদের গ্রেপ্তারের দাবি এনসিপির প্রার্থী আরিফুলের

নরসিংদীতে চাঁদার জন্য সাংবাদিকদের পিকনিক বাসে হামলা, আহত ১০

Chif Editor

অনলাইন ডেস্ক :- নরসিংদীর মাধবদীতে অবকাশযাপন কেন্দ্র ‘ড্রিম হলিডে পার্ক’র সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) পিকনিক বাসে চাঁদা চেয়ে হামলা করেছে একদল সন্ত্রাসী। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন, এদের মধ্যে ছয়জন রক্তাক্ত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে পিকনিক শেষে পার্কের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।

আক্রান্ত সাংবাদিকরা জানান, বার্ষিক ফ্যামিলি ডে উদযাপনে ক্র্যাবের ৩০০ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সোমবার সকালে ড্রিম হলিডে পার্কে যান। পার্কের বিপরীতে একটি খালি জায়গায় তাদের বহনকারী কিছু বাস পার্কিং করা হয়। পার্কে দিনভর আনন্দ উৎসব শেষে বিকেলে তারা ঢাকায় ফিরতে বাসে ওঠেন। তখন স্থানীয় একদল সন্ত্রাসী কিছু বাস আটকে চাঁদা দাবি করে। 

সাংবাদিকরা তাদের বোঝানোর চেষ্টা করলে ওই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা করে।  এতে নারী-শিশুসহ বাসে থাকা যাত্রীরা ভয়-আতঙ্কে কান্না-চিৎকার শুরু করেন। হামলায় সাংবাদিক ফয়েজ, সাংবাদিক শাহেদ, সাংবাদিক মহসিনসহ প্রায় ১০ জন আহত হন। তবে সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তখনই সেখানে গিয়ে দুজনকে আটক করে।
সাংবাদিকরা জানান, ক্র্যাব সদস্য শাহেদ বেশ কয়েক বছর আগে টঙ্গী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাসের পর মাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একসময় তার মাথার খুলি ফ্রিজে রেখে পরে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। সেই মাথায় তাকে বারবার আঘাত করে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা। 

ঘটনাস্থল থেকে এক সাংবাদিক বলেন, তাদের হাতে রড ছিল, বাসে আগুন দিয়ে সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। মদ্যপ অবস্থায় যা-তা ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয়।

গাড়িতে থাকা নারী ও শিশুদের জন্য বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয় তখন।  এ বিষয়ে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বাংলানিউজকে বলেন, আমরা মাধবদী থানায় অবস্থান করছি। পুলিশ দুজনকে হাতেনাতে আটক করেছে।যোগাযোগ করলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বাংলানিউজকে বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply