
দীপা আক্তার, নিজস্ব প্রতিবেদক :- নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের এর দিকনির্দেশনায় গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম হোসেন এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এর অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলম এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় অদ্য ২৬/০১/২০২৬ খ্রিঃ দিবাগত রাত ০১.১৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সক্রিয় সদস্য
১,,মোঃ মোমেন ওরফে টাইগার মোমেন (৪০), পিতা- হাজী মোঃ আমির আলী, গ্রাম- সোনাপুর, কাঁচপুর, থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করে। মোঃ মোমেন ওরফে টাইগার মোমেন ২০২৪ সালের আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সোনারগাঁও থানা এলাকায় মোহাম্মদ আশিক মিয়া (২০) হত্যা মামলা নং-১৪, তারিখ- ২২/০৮/২০২৪ এর এজাহারনামীয় ৬৫ নং আসামি।
এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইন, চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাস বিরোধী আইনে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী থানায় রুজুকৃত ১৯ এর অধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।



